ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরাজ-ইমরুলে খুলনার জবাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
মিরাজ-ইমরুলে খুলনার জবাব ছবি: সংগৃহীত

ঢাকা: শামসুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ঢাকা মেট্রোপলিসের প্রথম ইনিংসে করা ৩৯৯ রানের জবাবে ভালোভাবেই এগুচ্ছে খুলনা বিভাগ। ওপেনার ইমরুল কায়েসের অপরাজিত সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের খেলা শেষে চার উইকেটে ২০৪ রান তুলেছে খুলনার ব্যাটসম্যানরা।



মেট্রোর হয়ে ১৯২ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১১০ রান করে অপরাজিত আছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম শ্রেনির ক্রিকেটে এটি ইমরুলের ত্রয়োদশ সেঞ্চুরি।

আবু হায়দার, শরিফউল্লাহ, আরাফাত সানি ও মাহমুদউল্লাহ নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে আগের দিনের পাঁচ উইকেটে করা ৩৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। ১২৯ রানে অপরাজিত থেকে দিন শুরু করা মাহমুদউল্লাহ ৩ রান যোগ করে রবিউল ইসলামের বলে আউট হন।

এর পর মেহেদি হাসান মিরাজের স্পিন জাদুতে চারশ’র আগেই ‍গুটিয়ে যায় মেট্রো। মেহেদি হাসান একাই নেন পাঁচ উইকেট। আব্দুর রাজ্জাক তিনটি ও রবিউল ইসলাম নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।