ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অতিরিক্ত থেকে সর্বোচ্চ রান পেয়েও পিছিয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
অতিরিক্ত থেকে সর্বোচ্চ রান পেয়েও পিছিয়ে সিলেট

ঢাকা: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৮ রানে পিছিয়ে রয়েছে সিলেট বিভাগ। স্বাগতিক চট্টগ্রামের প্রথম ইনিংসে করা ২৭০ রানের জবাবে দিন শেষে ৯ উইকেট হারিয়ে অতিথিরা ২৬২ রান তুলেছে।



সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা করে ২৭০ রান। চট্টগ্রামের হয়ে এ রাউন্ডে তামিম ইকবাল না খেললেও দলে রয়েছেন মুমিনুল হক, তাসামুল হক, নাফিস ইকবালরা। মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৬ রান। ৭৪ রানের ইনিংস খেলে বিদায় নেন তাসামুল। আর ৫৫ রান আসে ইয়াসির আলির ব্যাট থেকে, ডলার মাহমুদ করেন ৩৯ রান।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান আবুল হাসান। এছাড়া এনামুল হক জুনিয়র তিনটি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন রাহাতুল ফেরদৌস এবং অলোক কাপালি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অতিরিক্ত খাত থেকে সিলেট পায় সর্বোচ্চ ৪৭ রান। এছাড়া ওপেনার ইমতিয়াজ হোসেন ২৬ ও সানাজ আহমেদ ২৫ রান করেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ৩০ রান করেন। রাজিন সালেহর ব্যাট থেকে আসে ১০ রান। ব্যাট থেকে ইনিংস সর্বোচ্চ রান করেন সিলেটের দলপতি অলোক কাপালি (৪৬ রান)।

এছাড়া ইজাজ আহমেদ ২১, রাহাতুল ফেরদৌস ২৭, আবুল হাসান ১১, এনামুল হক জুনিয়র অপরাজিত থেকে করেন ১৩ রান।

চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট নেন নাবিল সামাদ। এছাড়া দুটি করে উইকেট দখল করেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং ইফতেখার সাজ্জাদ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।