ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

৬৬ রানে পিছিয়ে রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
৬৬ রানে পিছিয়ে রাজশাহী ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম ইনিংসে বরিশালের দেয়া ৩১১ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেও লিড নিতে পারেনি রাজশাহী বিভাগ। এখনো ৬৬ রানে পিছিয়ে রয়েছে মুশফিকুর রহিমের দল।

হাতে রয়েছে সাতটি উইকেট।

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে রাজশাহী। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ১২৬ রান। জুনায়েদ সিদ্দিক ৫৮ ও মুশফিকুর রহিম ১১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন।

এর আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শাহরিয়ার নাফিস, ফজলে মাহমুদ ও আল আমিনের অর্ধশতকে প্রথম ইনিংসে তিন’শ পার করে বরিশাল।

সাঞ্জামুল ইসলাম ও শাফাক আল জাবির নেন চারটি করে উইকেট।

প্রথম ইনিংসে রাজশাহী অলআউট হয় মাত্র ১১৯ রানে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।