ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিরে আসছেন সাব্বির-সৌম্য-লিটনরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ফিরে আসছেন সাব্বির-সৌম্য-লিটনরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুভাগত হোমের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষের পথে। সফরকারীদের বাকি আর মাত্র দুটি ওয়ানডে ম্যাচ।

এরপরই দক্ষিণ আফ্রিকা ছাড়বে বাংলাদেশ থেকে যাওয়া দলটি। সেখান থেকে টাইগাররা সরাসরি চলে যাবে জিম্বাবুয়ে। আগামী ৩০ অক্টোবর জিম্বাবুয়েতে পৌঁছবে বাংলাদেশ ‘এ’ দল।

স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে আর দুটি চার দিনের ম্যাচ খেলে আগামী ১৯ নভেম্বর দেশে ফিরবে শুভাগত হোম চৌধুরির দলটি। সেখানে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুশীলন করে ২, ৪ ও ৬ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ৭ ও ৮ নভেম্বর অনুশীলনের পর ৯ তারিখ প্রথম ও ১৫ তারিখ দ্বিতীয় চারদিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

আর এ সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসবেন ছয় ক্রিকেটার। আর পাঁচ ক্রিকেটার ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়বেন। জিম্বাবুয়েতে ‘এ’ দলের সঙ্গে যোগ হবেন তাসামুল হক, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, দেওয়ান সাব্বির ও মুক্তার আলী। আর ফিরে আসবেন সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন লিখন।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসানের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ৭ নভেম্বর অনুষ্ঠেয় প্রথম ওয়ানডের আগে।

জিম্বাবুয়ে সিরিজের অনুশীলন শুরু হবে ২৯ অক্টোবর। তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে আগামী ২ নভেম্বর। আগামী মঙ্গলবার প্রাথমিক একটি দল ঘোষণা করবে বিসিবি। আর সে দলটি নিয়েই আগামী বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।