ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বলেই খেলা হবে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
গোলাপি বলেই খেলা হবে! ছবি : সংগৃহীত

ঢাকা: অ্যাডিলেড টেস্ট নিয়ে ক্রিকেট বিশ্ব আলোচনায় মেতে আছে। নভেম্বরে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রীর টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

কমলা, হলুদ নানা রং পাড় হয়ে গোলাপি বলে অ্যাডিলেডে খেলা হবে বলে সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। আগামী ২৭ নভেম্বর অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দিবারাত্রীর টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে গোলাপি বল দিয়ে।

এ ম্যাচের আগে বেশ কয়েকটি পরীক্ষামূলক ম্যাচে গোলাপি বলের সমালোচনা করেছেন স্বয়ং ক্রিকেটাররা।

ক্রিকেটার ছাড়াও কয়েকজন বিশেষজ্ঞও গোলাপি বল ও দিবারাত্রীর টেস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে গোলাপি বলের সমালোচনা বন্ধে এবার এগিয়ে এসেছেন এটির প্রস্তুতকারক নিজেই।

কোকাবুরা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ব্রেট ইলিয়ট জানান, ক্রিকেট বলের জন্য যে পরিমাণ গুনাগুন দরকার গোলাপি বলে তা রয়েছে। তিনি আরও বলেন, ‘এটা অনেকটা লাল বলের মতোই। আমরা এটির গুনাগুন আগের মতোই রেখেছি। ’

সাদা পোশাক আর লাল বলের ম্যাচ প্রথা ভেঙে দিনের আলোর পরিবর্তে রাতের ফ্লাডলাইটের আলোয় খেলা আর লাল বলের পরিবর্তে গোলাপি বল আসার কথা জানিয়ে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ অবশ্য গোলাপি বলের পক্ষেই বলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আসলে রোমাঞ্চকর একটি ব্যাপার। পুরো বিশ্বে ক্রিকেট ছড়িয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডেই দর্শকরা টেস্ট খেলা দেখে থাকেন। কিন্তু ক্রিকেটের নতুন এই আয়োজনে সমর্থকদের আবারো মাঠে টানবে বলে আমার বিশ্বাস। ’

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের দিবারাত্রীর ওয়ানডে ম্যাচে মুখোমুখি হযয়েছিল সফরকারী নিউজিল্যান্ড। পরীক্ষামূলক ভাবে সে ম্যাচে গোলাপি বল ব্যবহার করা হয়। তবে, বলের পারফরম্যান্স নিয়ে রীতিমতো বিরক্ত হন অজি ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস ও অজি পেসার জোস হ্যাজেলউড, পিটার সিডলরা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৫
এমএমএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।