ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকদের তিন দিনেই হারালো বরিশাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
মুশফিকদের তিন দিনেই হারালো বরিশাল ছবি: সংগৃহীত

ঢাকা: ১৭তম জাতীয় লিগের চারদিনের ম্যাচে তৃতীয় দিনই জয় তুলে নিয়েছে বরিশাল বিভাগ। মুশফিকুর রহিমের রাজশাহী বিভাগকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শাহরিয়ার নাফিস-সোহাগ গাজীদের বরিশাল।



রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকরা প্রথম ইনিংসে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে ৩১১ রানে অলআউট হয় বরিশাল। দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়ে রাজশাহী অলআউট হওয়ার আগে তোলে ২৫৯ রান। ফলে, অতিথিদের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ৬৮ রান। দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

প্রথম ইনিংসে রাজশাহীর হয়ে জুনায়েদ সিদ্দিকী ১৪, মুশফিকুর রহিম ২, সানজামুল ৪০, নিহাদুজ্জামান ৩৪ রান করেন। বরিশালের হয়ে ৫টি করে উইকেট তুলে নেন তৌহিদুল ইসলাম এবং সালমান হোসাইন।

নিজেদের প্রথম ইনিংসে ৩১১ রান তুলতে বরিশালের হয়ে ৮০ রানের ইনিংস খেলেন ওপেনার শাহরিয়ার নাফিস। দলপতি ফজলে মাহমুদ ৫১, সালমান হোসাইন ৪৫, আল আমিন ৭১ আর মনির হোসেন করেন ২৫ রান। রাজশাহীর হয়ে চারটি করে উইকেট তুলে নেন শাফাক আল জাবির এবং সানজামুল ইসলাম।

নিজেদের দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে রাজশাহী ব্যাটিংয়ে নেমে কিছুটা ঘুরে দাঁড়িয়ে তোলে ২৫৯ রান। দলের ওপেনার নাজমুল হাসান শান্ত ২৯ এবং জুনায়েদ ৫৯ রান করেন। তিন নম্বরে নামা মিজানুর রহমান ২২ রান করে বিদায় নেন। ফরহাদ হোসেনের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। তবে, মুশফিক কিছুটা ব্যাটিংয়ের হাল ধরে করেন ৩০ রান।

ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেন ফরহাদ রেজা। শেষ দিকে নিহাদুজ্জামানের ব্যাট থেকে আসে ৩১ রান। বরিশালের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন গোলাম কবির। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন সোহাগ গাজী, সালমান হোসেন আর মনির হোসেন।

মাত্র ৬৮ রানের টার্গেটে নেমে ৭.২ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় বরিশাল। ওপেনার শাহরিয়ার নাফিস ৩৩ রান করে অপরাজিত থাকেন। সোহাগ গাজী ওপেন করতে নেমে আউট হওয়ার আগে করেন ২৩ রান।

ম্যাচ সেরা হন বরিশালের সালমান হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।