ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ড্র’র পথে ঢাকা মেট্টো ও খুলনার ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ড্র’র পথে ঢাকা মেট্টো ও খুলনার ম্যাচ

ঢাকা: ইমরুল কায়েসের ১৬৩ রানের ইনিংসের পরও ঢাকা মেট্টোর চেয়ে পিছিয়ে থাকতে হলো খুলনা বিভাগকে। ইমরুলের লম্বা ইনিংস ও নুরুল হাসানের ৭৬ রানে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় খুলনা বিভাগ।

এদিকে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় সেশনে খুলনার দুর্দান্ত বোলিংয়ে ১২২ রানে ৫ উইকেট হারিয়েছে ঢাকা।

১৭তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনশেষে ঢাকার চেয়ে ১৫৪ রানে পিছিয়ে খুলনা। প্রথম ইনিংসে ঢাকার সংগ্রহ ছিল সবক’টি উইকেটের বিনিময়ে ৩৯৯ রান।

এর আগে ফতুল্লায়, ৩ উইকেটে ১৬৯ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামেন খুলনার আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে পানি পানের বিরতির আগেই শতক তুলে নেন ইমরুল। তখন তার সংগ্রহ ছিল ১৩৪ রান। এরপর অবশ্য নিজের ইনিংসটিকে আর বেশি লম্বা করতে পারেননি এই ওপেনার। পানি পানের বিরতির পর ২৯ রান যোগ করে ব্যক্তিগত ১৬৩ রানে ফেরেন প্যাভিলনে। আর তার ফিরে যাবার পরেই ব্যক্তিগত ২৮ রানে নিজের ইংনিসে ফুলস্টপ টেনে দেন মিরাজ।

এরপর, মিডল অর্ডার নুরুল হাসানের ৭৬ রানে সব উইকেট হারিয়ে ৩৬৭ রানের সংগ্রহ পায় খুলনা।   বল হাতে ঢাকার হয়ে আবু হায়দার ৪টি, মাহমুদুল্লাহ রিয়াদ ও আসিফ আহমেদ ২টি এবং শরিফুল্লাহ ও আরাফাত সানি নিয়েছেন ১টি করে উইকেট।

এদিকে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন ঢাকার দুই ওপেনার শামসুর রহমান শুভ ও মেহেদি মারুফ। তবে খুব বেশিদুর দলকে টেনে নিতে পারেননি তারা।

দলীয় ৬৯ ও ব্যক্তিগত ৪২ রানে মিরাজের বলে এলবি’র ফাঁদে পড়েন শামসুর রহমান শুভ। ব্যক্তিগত ৪৪ রানের ইনিংস খেলে মেহেদি মারুফ, মিরাজের বলে বক্করের হাতে ক্যাচ দিয়ে ফিরলে দিন শেষে ৫ উইকেটে ১২২ রানের সংগ্রহ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ঢাকাকে।

খুলনার হয়ে বল হাতে মিরাজ ৩টি ও আবু বক্কর নিয়েছেন ২টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।