ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের আফসোস, জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ইংলিশদের আফসোস, জিতল পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: আবুধাবীর দুবাই স্টেডিয়ামে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটি জিতে নিয়েছে মিসবাহ উল হকের দল। ফলে, তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র হওয়ার পর এ ম্যাচে উত্তেজনা ছড়িয়ে ১৭৮ রানের জয় পাওয়ায় সিরিজে ১-০ তে এগিয়ে রইল পাকিস্তান।



প্রথম টেস্টে জয়ের কাছাকাছি গিয়েও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ইংলিশদের। নির্ধারিত সময়ের আগে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ করায় মাত্র ৯৯ রানের টার্গেটে খেলতে নামা ইংল্যান্ডকে জয় বঞ্চিত হতে হয়। ৭৪ রান করে থামতে হয়েছিল তাদের।

দ্বিতীয় টেস্টেও ড্রয়ের পথে এগুতে থাকে ইংলিশরা। শেষ দিনের খেলা শেষ হওয়ার কয়েক ওভার আগে অলআউট হয় তারা। তবে, শেষ চার ব্যাটসম্যানকে নিয়ে রেকর্ড গড়ে ইংল্যান্ড। টেস্টের ইতিহাসে তাদের লেজের দিকের শেষ চার ব্যাটসম্যান সবথেকে বেশি বল মোকাবেলা করেছে।

পাকিস্তানের করা প্রথম ইনিংসে ৩৭৮ রানের জবাবে সবক’টি উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৪২ রান তোলে। নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ৩৫৪ রান তুলে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য ৪৯১ রানের বিশাল টার্গেট দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ৩১২ রান তুলে গুটিয়ে যায়।

প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে শতক হাঁকান মিসবাহ। ১৯৭ বল মোকাবেলা করে পাকিস্তান দলপতি ৮টি চার আর ৫টি ছক্কায় তার ইনিংসটি সাজান। দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রান আসে আসাদ শফিকের ব্যাট থেকে। এছাড়া ওপেনার শান মাসুদ ৫৪, ইউনিস খান ৫৬, সরফরাজ আহমেদ ৩২ রান করেন। ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন মার্ক উড এবং মঈন আলি।

ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে দলীয় ১৪ রানে ওপেনার মঈন আলি (১) এবং তিন নম্বরে নামা ইয়ান বেল (৪) দ্রুত ফিরে যান। তবে, ব্যাটিংয়ের হাল ধরেন আরেক ওপেনার অ্যালিস্টর কুক। ইংলিশ দলপতি কুকের ব্যাট থেকে আসে ৬৫ রান। দলীয় ১২৭ রানের মাথায় কুক সাজঘরে ফেরার আগে জো রুটকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন।

৭৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে জো রুট করেন ৮৮ রান। জনি বেয়ারস্টো থামেন ৪৬ রানে। দু’জনের জুটি থেকে স্কোরবোর্ডে আরও ৭৯ রান যোগ হয়। এরপরই মাত্র ৩৬ রানে শেষ ছয় ব্যাটসম্যান ফিরে গেলে বড় লিড পায় পাকিস্তান। ওয়াহাব রিয়াজ এবং ইয়াসির শাহ তুলে নেন ৪টি করে উইকেট। বাকি দুটি উইকেট দখল করেন ইমরান খান।

১৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ১৬ রানের মাথায় দুই ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। শান মাসুদ আর শোয়েব মালিক ফিরে গেলেও ওপেনার মোহাম্মদ হাফিজ খেলেন ৫১ রানের ইনিংস। দলীয় ৮৩ রানের মাথায় হাফিজ ফেরেন। এরপর স্কোরবোর্ডে আরও ১৪১ রান যোগ করেন ইউনিস খান এবং দলপতি মিসবাহ।

ইউনিসের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ১১৮ রান। আর মিসবাহ করেন ৮৭ রান। আসাদ শফিকের দারুণ ব্যাটিং থেকে আসে ৭৯ রান। ৬ উইকেট হারিয়ে ৩৫৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

৪৯১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে তোলে ১৩০ রান। ওপেনার অ্যালিস্টার কুক ১০, মঈন আলি এক রান করে ফেরেন। এছাড়া তিন নম্বরে নামা ইয়ান বেল করেন ৪৬ রান।

জো রুটের ব্যাট থেকে আসে ৭১ রান। এছাড়া বেয়ারস্টো ২২, বেন স্টোকস ১৩, জোস বাটলার ৭, স্টুয়ার্ট ব্রড ৩০ রান করেন।

শেষ দিকে আদিল রশিদ ব্যাটিংয়ের হাল ধরে ১৭২ বল মোকাবেলা করে ৬১ রানের ইনিংস খেলেন। ৯৫ বলে ২৯ রান করেন মার্ক উড।

পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ নেন চারটি উইকেট। তিনটি পান জুলফিকার বাবর। ইমরান খান নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।