ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরাটা দিতে চান সালমা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
সেরাটা দিতে চান সালমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। সফরে বাংলাদেশের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা প্রোটিয়াদের।

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে মিরপুরে চলছে নারী দলের অনুশীলন ক্যাম্প।

পাকিস্তান সফরে ব্যাটিং ব্যর্থতার কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছে সালমাবাহিনীকে। সেটি মাথায় রেখে ব্যাটিংকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও ভাবছেন এই ক্রিকেটার।

পেছনের ব্যর্থতাকে ভুলে গিয়ে হোম সিরিজে এবার সেরাটা দিতে চান সালমা খাতুন, ‘আমার পারফরম্যান্স দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান ট্যুরে ভালো করতে পারিনি। বোলিংটা ভালো হয়েছিল। কিন্তু ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ উইকেটে থাকতে পারিনি। আগে আমি ছিলাম দলের সেরা। এবার সেরাটাই দেখাতে চাই। ’

পুরো দলের প্রস্তুতি নিয়ে সালমা বলেন, ‘২০ অক্টোবর থেকে ক্যাম্প শুরু হয়েছে। আমাদের প্রস্তুতি ভালো। মূল টার্গেট বিশ্বকাপ বাছাইপর্ব। ’

২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে একটি ওয়ানডে ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সে জয়টি আসন্ন সিরিজে কতটুকু অনুপ্রেরণা যোগাবে দলকে-এমন প্রশ্নের জবাবে সালমা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ জিতেছিলাম আমরা। আর একটা টি-টোয়েন্টিতে খুব কাছে গিয়ে গেরে গিয়েছিলাম। আমাদের দলটার ওদের হারানোর ক্ষমতা আছে। আগের পাওয়া জয়টি নিশ্চয়ই অনুপ্রাণিত করবে আমাদের। ’

বর্তমান দক্ষিণ আফ্রিকা দল সম্পর্কে ধারণা আছে কিনা-এ প্রশ্নের জবাবে সালমা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বর্তমান দলটি সম্পর্কে আমাদের ধারণা নেই। আগে যখন খেলেছিলাম সেটা ভিন্ন দল ছিল। আমাদের সঙ্গে ওদের যে ম্যাচগুলো হয়েছিল সে ভিডিও ফুটেজ আছে। তবে ওদের এখনকার ম্যাচের ভিডিও ফুটেজ পেলে আমাদের জন্য খুব ভালো হতো। ’

প্রায় এক বছর পর পাকিস্তান ট্যুর দিয়ে আন্তর্জাতিক ম্যাচে ফেরে সালমাবাহিনী। আগামী মাসেই ঘরের মাটিতে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা দলকে। নভেম্বরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে রয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব। এর আগে এতগুলো আন্তর্জাতিক ম্যাচ পাওয়াকে বেশ ইতিবাচকভাবে দেখছেন সালমা।

এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ খেলার দাবী ছিল আমাদের। এ সিরিজটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ দিতে চাই। আসলে ম্যাচ খেললে অনেক কিছু শেখা যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো বিভাগে ত্রুটি বের হলে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।