ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ফিরেছেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
অনুশীলনে ফিরেছেন মাশরাফি ছবি: সংগৃহীত

ঢাকা: ডেঙ্গুজ্বর থেকে পুরোপুরি সেরে উঠেছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার (২৬ অক্টোবর) থেকে অনুশীলনও শুরু করেছেন তিনি।

এদিন বিকেলে মিরপুরে প্রথমে জিম সেশনে অংশ নেন মাশরাফি এরপর একাডেমি মাঠে কিছুক্ষণ রানিং করেন টাইগার দলপতি।

মাশরাফির শারীরিক অবস্থা নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ‘ডেঙ্গুজ্বর থেকে পুরোপুরি সেরে উঠেছেন মাশরাফি। গতকাল আমাদের ডক্টর, ফিজিওরা তাকে দেখেছেন। আজ থেকে অনুশীলন করা যাবে বলে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আমি মাশরাফির সাথে কথা বলেছি। মানসিকভাবে শক্ত আছেন, বাকিটা পরিশ্রম করে বের করে আনতে হবে। আস্তে আস্তে ফিট হয়ে উঠবেন। ’

তিনি আরও যোগ করেন, ‘হাসাপতাল থেকে রিলিজ পাওয়ার পর আজ ৯ দিন হয়েছে। ৮ -৯ দিনে রক্তের সার্কেল পরিবর্তন হয়ে গেছে। পরবর্তী ৮ দিনে আরও একবার পরিবর্তন হবে। ফলে মাশরাফিকে নিয়ে কোনো ঝুঁকি নেই। ’

জিম্বাবুয়ে সিরিজের আগেই মাশরাফি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী জাতীয় দলের এই ফিজিও।

গত ৯ অক্টোবর মধ্যরাতে ডেঙ্গুজ্বর নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মাশরাফি। ডেঙ্গু জ্বরে এক সপ্তাহ ভোগার পর ১৬ অক্টোবর দুপুরে হাসপাতাল থেকে মিরপুরের বাসায় ফেরেন এ ক্রিকেটার। বাসায় এক সপ্তাহ বিশ্রামে কাটানোর পর আজ যোগ দিয়েছেন অনুশীলনে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।