ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রুবেলকে নিয়ে শঙ্কা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
রুবেলকে নিয়ে শঙ্কা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে গিয়ে ইনজুরিতে পড়েন তিন পেসার তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। জিম্বাবুয়ে সিরিজের আগেই ফিট হয়ে উঠছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।

তবে জাতীয় দলের অন্যতম সদস্য রুবেল হোসেনকে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।

তাসকিন, শফিউলরা বোলিং শুরু করলেও এখনো বোলিং শুরু করতে পারেননি রুবেল হোসেন। আগামী ০৭ নভেম্বর থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। বোলিং শুরুর আগ পর্যন্ত রুবেলের ফিট হওয়া নিয়ে সুনির্দিষ্ট মন্তব্য করতে পারছেন না জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

সোমবার (২৬ অক্টোবর) মিরপুরে পেসারদের ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘শফিউল প্রায় ফিট হয়ে গেছে। আমাদের প্ল্যান অনুযায়ী ৩০ তারিখ থেকে যে কোনো ফরম্যাটে সে খেলতে পারবে। তাসকিনের এ পর্যন্ত ভালো উন্নতি দেখছি। সে আজ ১০ ওভার বোলিং করেছে। ৮৫ শতাংশ ইনটেনসিটিতে বল করছে। তাসকিন গত দুই দিন ৮০ শতাংশ ইনটেনসিটিতে বল করেছে। তাসকিনের শতভাগ ফিট হতে আরও ৬-৭ দিন লাগবে। ’

দুই পেসারকে নিয়ে নির্ভার হলেও রুবেল হোসেনকে নিয়ে ভালো খবর দিতে পারেননি বায়েজিদুল ইসলাম। রুবেলের ইনজুরি প্রসঙ্গে তিনি বলেন, ‘রুবেলকে নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ, রুবেল এখনো অনুশীলন শুরু করতে পারেনি। অনুশীলন শুরু করলেই তার ব্যাপারে বলা যাবে। তবে বলা যায়, অন্যদের উন্নতি করতে যে সময় লাগবে রুবেলের সে রকম সময় লাগবে না। ’

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।