ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন সাবেক ক্যারিবীয় ওপেনার বাসিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
চলে গেলেন সাবেক ক্যারিবীয় ওপেনার বাসিল ছবি: সংগৃহীত

ঢাকা: পরপারে চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনিং ব্যাটসম্যান বাসিল উইলিয়ামস। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর।

১৯৭৮ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি ক্যারিবীয়দের হয়ে সাতটি টেস্ট খেলেছিলেন।

বাসিলের অভিষেকের সময় ক্যারিবীয় দলে বেশ বড় কয়েজন তারকা ক্রিকেটার দলত্যাগ করেছিলেন। তবে নিজেকে প্রমাণ করতে তিনি দলের হয়ে দারুণ ভূমিকা রাখেন। ৩৯.০৮ গড়ে ৪৬৯ রান করেছিলেন।

বাসিল ওয়েস্ট ইন্ডিজের ১০ম ব্যাটসম্যান যিনি অভিষেকে দলটির হয়ে সেঞ্চুরি করেছিলেন। ১৯৭৮ সালে জর্জটাউনে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে ১১৮ বলে ১০০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। পরবর্তী ভারত সফরে তিনি কলকাতায় ১১১ রানের একটি ইনিংস খেলেন।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিদ্রোহী ক্রিকেটাররা আবারো ফিরে এলে বাসিল দল থেকে বাদ পড়েন। ১৯৭০ সালে জ্যামাইকার হয়ে তার ক্রিকেট অভিষেক হয়। পরে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি প্রথম শেণীর ক্রিকেট খেলেছিলেন। যেখানে ৪৬ ম্যাচে ৩৬.০২ গড়ে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন বাসিল।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।