ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্রুতই দেশে ফিরছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
দ্রুতই দেশে ফিরছেন সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ার পর সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের সূচি নির্ধারণ হওয়ায় দেশে ফিরে আসছেন তিনি।



অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরবেন সাকিব। ২৯ অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও প্রথম দুই দিন অনুশীলনে পাওয়া যাবে না তাকে। বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার দেশে ফিরেই বিসিবিতে রিপোর্ট করবেন এ অলরাউন্ডার।  

গত বছরের নভেম্বরেও বাংলাদেশ সফর করে জিম্বাবুয়ে দল। সেবার ওয়ানডে ও টেস্ট সিরিজে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন সাকিব। তার ব্যাট-বলের ধারালো আঘাতে টেস্ট ও ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয় সফরকারীরা।

৭ নভেম্বর শুরু হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১৫ নভেম্বর। সিরিজ শেষে ছুটি নিয়ে আবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন সাকিব। কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

তার পরিবার থেকে নিশ্চিত করা হয় সবকিছু ঠিক থাকলে সাকিব ও উম্মে আহমেদ শিশিরের কন্যা আগামী ২১ নভেম্বর পৃথিবীর আলো দেখার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ডাক্তাররা অস্ত্রোপচারের তারিখ বেঁধে দিয়েছেন ২১ নভেম্বর।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে স্ত্রীর সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেন সাকিব। ভক্তদের কন্যা সন্তানের আগমনের খবর জানিয়ে সেখানে ক্যাপশনে লেখেন, ‘আমাদের রাজকন্যার জন্য ক্ষণগণনা শুরু হচ্ছে!’

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।