ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফ-নাদিফের ব্যাটে হার এড়ালো ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
সাইফ-নাদিফের ব্যাটে হার এড়ালো ঢাকা ছবি : সংগৃহীত

ঢাকা: ১৭তম জাতীয় লিগের ম্যাচে সাইফ হাসানের ব্যাটিং দৃঢ়তায় রংপুরের বিপক্ষে হার এড়িয়েছে ঢাকা বিভাগ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ঘুরে দাঁড়ায় ঢাকা।



বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সাইফ হাসানের ৮৪, নাদিফ চৌধুরীর অপরাজিত ৫৮ ও রকিবুল হাসানের ৪২ রানের ইনিংসে ভর করে চার উইকেটে ২৪৭ রান তোলার পর নির্ধারিত সময়ের আগেই উভয়পক্ষ ম্যাচটি ড্র মেনে নেয়।

এর আগে দুই উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ঢাকা বিভাগ। রকিবুল হাসানকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে সাইফ হাসান যোগ করেন ১১৬ রান। ২৬৭ বল মোকাবেলা করে ১০টি চার ও একটি ছক্কায় ৮৪ রান করেন সাইফ।

শুভাশিষ রায়, সাজেদুল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ একটি করে উইকেট নেন।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে তারিক আহমেদ, ‍নাঈম ইসলাম ও ধীমান ঘোষের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬৩ রান করে রংপুর। জবাবে ঢাকার প্রথম ইনিংস শেষ হয় ২৭৬ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভালই জবাব দেয় তারা।

ম্যাচসেরা হয়েছেন নাঈম ইসলাম। ড্র ম্যাচে রংপুর পেয়েছে ৮ পয়েন্ট ও ঢাকা পেয়েছে ৬ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।