ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ড্র করেও শীর্ষে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
ড্র করেও শীর্ষে খুলনা ছবি : সংগৃহীত

ঢাকা: ১৭তম জাতীয় ক্রিকেট লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা বিভাগ। ঢাকা মেট্রোর বিপক্ষে ড্র করে তারা পেয়েছে ৮ পয়েন্ট।

পক্ষান্তরে পঞ্চম রাউন্ডে ১০ পয়েন্ট পেয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলে দুই নম্বর অবস্থানে উঠে এসেছে মেট্রো। তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।

মঙ্গলবার ম্যাচের চতুর্থ ও শেষ দিনে নিষ্প্রান ড্র হয় খুলনা-মেট্রো ম্যাচটি। মেট্রোর দেয়া ২৯৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দিন শেষে দুই উইকেটে ৮৪ রান তোলে খুলনা বিভাগ। দুই ওপেনার এনামুল হক বিজয় ও মেহেদি হাসান উভয়ে ৩১ রান করেন।

মেট্রোর হয়ে দুটি উইকেটই দখল করেন আরাফাত সানি।

আগের দিনের পাঁচ উইকেটে ১২২ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ঢাকা মেট্রো। শরিফউল্লাহর অর্ধশতক (৬৭) ও টেলএন্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় দ্বিতীয় ইনিংসে ২৬২ রান করে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে মেট্রো ৩২ রানে এগিয়ে থাকায় খুলনার জয়ের টার্গেট দাঁড়ায় ২৯৫ রান।

প্রথম ইনিংসে ১৪৪ ও দ্বিতীয় ইনিংসে ৪২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঢাকা মেট্রোর ওপেনার শামসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।