ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রাথমিক স্কোয়াডে আল আমিন-কামরুল!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
প্রাথমিক স্কোয়াডে আল আমিন-কামরুল!

ঢাকা: জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বিকেলে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল (২৯ অক্টোবর) থেকে মিরপুরে শুরু হবে অনুশীলন ক্যাম্প।

দলে দেখা যেতে পারে পেসার আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বিকে।

বর্তমানে এ দুই পেসার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। তবে বিসিবি থেকে দেশে ফিরে আসতে বলা হয়েছে তাদের।
 
এ প্রসঙ্গে বুধবার মিরপুরে জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘আমার মনে হয় একটা নতুন ছেলে যখন ভালো খেলে বা কেউ কামব্যাক করার চেষ্টা করে তখন তাদের জন্য ‘এ’ টিমের ট্যুর খুবই গুরুত্বপূর্ণ। কামরুল যেহেতু দেশে ফিরে আসছে সেক্ষেত্রে খুব সম্ভাবনা আছে তার। আল আমিন ভারতে গিয়ে ভালো করেছে। দক্ষিণ আফ্রিকায়ও ভালো করছে। এ দুই জায়গায় ভালো করার কারণে তারও খুব সম্ভাবনা আছে দলে থাকার। ’
 
আল আমিন ও কামরুলের দলে থাকা অনেকটা নিশ্চিত হলেও ইনজুরির কারণে দলে নাও দেখা যেতে পারে পেসার রুবেলে হোসেনকে।

রুবেল প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘এ মুহূর্তে রুবেলের ইনজুরি নিয়ে অনিশ্চয়তা আছে। রুবেল, শফিউল ও তাসকিন ভারত সফরে চোট পেয়ে ফিরেছিল। জাতীয় দলে ফিজিওর কাছ থেকে তাদের স্ট্যাটাস নিয়েছি। তাতে তাসকিন ও শফিউলের সেরে ওঠার গতি রুবেলের চেয়ে বেশি। ’

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।