ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই সেঞ্চুরিতে বড় লিড রাজশাহীর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
দুই সেঞ্চুরিতে বড় লিড রাজশাহীর ছবি: সংগৃহীত

ঢাকা: ফরহাদ হোসেন ও হামিদুল ইসলামের জোড়া শতকে সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৯ রানের লিড নিয়েছে রাজশাহী বিভাগ। সিলেটের করা ১৭৬ রানের জবাবে ৩৯৫ রানে থামে রাজশাহীর ইনিংস।



দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান। রাজশাহীর চেয়ে এখনো তারা ২০৮ রানে পিছিয়ে। দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ৫ ও শানাজ আহমেদ ৬ রানে অপরাজিত রয়েছেন।
জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ৪২ রান নিয়ে দিন শুরু করে রাজশাহী। দলীয় ৬৫ রানে তৃতীয় উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেট জুটির প্রতিরোধে বড় সংগ্রহের দিকেই এগোয় রাজশাহী। এ জুটিতে ফরহাদ হোসেন ও হামিদুল ইসলাম যোগ করেন ২৩৯ রান।

ফরহাদ হোসেন ১৪৪ রান করে অলক কাপালির শিকার হলে জুটি ভাঙে। । এর পর সেঞ্চুরি পূর্ন করে আউট হন হামিদুল। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০৫ রান।
 
সিলেটের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাসুম আহমেদ। দু’টি করে উইকেট লাভ করেন খালেদ আহমেদ ও ইমরান আলী।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।