ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ডেঙ্গু জ্বরে বাদ পড়লেন বাদ্রি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ডেঙ্গু জ্বরে বাদ পড়লেন বাদ্রি ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ডেঙ্গু জ্বরের কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়লেন লেগস্পিনার স্যামুয়েল বাদ্রি। তার বদলে দলে ঢুকেছেন আরেক লেগস্পিনার দেবেন্দ্র বিশু।



এ ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, বাদ্রি ১৫ সদস্যের পূর্ণাঙ্গ দলে ছিলেন। তবে ডেঙ্গু জ্বরের কারণে সে খেলতে পারছেন না।

ক্যারিবিয়ানেই ডেঙ্গুতে সংক্রামক হয় বাদ্রির তাই টি-২০ দলে আসা ড্যারেন স্যামি, কাইরন পোলার্ড ও ডোয়েন ব্রাভোদের সঙ্গে লঙ্কায় আসতে পারেননি। তবে দলে নেওয়া বিশু এরআগে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটোতেই খেলেছেন। কিন্তু চলমান ওয়ানডে সিরিজে তিনি স্কোয়াডে নেই।

বাদ্রির অনুপস্থিতিতে বেশ ভুগতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজকে। বর্তমানে টি-২০তে শীর্ষ বোলার বাদ্রি। ২০১২ টি-২০ বিশ্বকাপে লঙ্কার মাটিতেই ক্যারিবীয়দের শিরোপা জয়ে অন্যতম ভূমিকা রাখেছিলেন এ ডানহাতি স্পিনার।

পাল্লেকেলে ও কলম্বোয় আগামী ৯ ও ১২ নভেম্বর দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।