ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘এখানে হারতে নয়, জিততে এসেছি’

সিনিয়র স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
‘এখানে হারতে নয়, জিততে এসেছি’ এলটন চিগুম্বুরা / ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের প্রত্যয় ব্যক্ত করে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেছেন, এখানে হারতে নয়, জিততে এসেছি।

শনিবার (০৭ নভেম্বর) রাতে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।



তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ১৪৫ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০’তে পিছিয়ে গেছে সফরকারী জিম্বাবুয়ে। তবে, খুব শিগগিরই অর্থাৎ দ্বিতীয় ওয়ানডে দিয়েই সিরিজে ফিরতে চাইছে সফরকারীরা।

চিগুম্বুরা বলেন, এখানে হারতে আসিনি। জিততে এসেছি। আর এই জয় দ্বিতীয় ওয়ানডেতেই পাবো বলে আশা করি।

এদিকে, প্রস্তুতি ম্যাচে সফরকারী দলটি বিসিবি একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারালেও শনিবার পারেনি শুধু মাত্র পরিকল্পনার সঠিক বাস্তবায়নের অভাবে। এমনটাই মনে করছেন অধিনায়ক।

‘শুধু তাই নয়, আজকের ম্যাচে অভিজ্ঞ সাকিব আল হাসান তার অভিজ্ঞতার পুরোটুকু ব্যবহার করেছেন বলে আমরা আসলে পেরে উঠিনি’- যোগ করলেন এই জিম্বাবুয়ান।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।