ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসামুলের সেঞ্চুরি, হারারেতে পিছিয়ে জুনিয়র টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
তাসামুলের সেঞ্চুরি, হারারেতে পিছিয়ে জুনিয়র টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল ব্যাটিং-বোলিংয়ে প্রথম ইনিংসে ভালো করলেও দ্বিতীয় চারদিনের আনঅফিসিয়াল ম্যাচের তৃতীয় দিন শেষে কিছুটা পিছিয়ে রয়েছে। তৃতীয় দিন শেষে জুনিয়র টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১২৪ রানে লিড নিয়েছে স্বাগতিকরা।



প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ‘এ’ দল অলআউট হওয়ার আগে ৩০৩ রান সংগ্রহ করে। জবাবে তাসামুল হক, শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন আর নুরুল হাসানদের ব্যাটিং দৃঢ়তায় নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ ৪০২ রান তোলে। তবে, ঘুরে দাঁড়িয়ে তৃতীয় দিন শেষে মাত্র এক উইকেট হারিয়ে স্বাগতিকরা ২২৩ রান স্কোরবোর্ডে জমা করলে ১২৪ রানের লিড পায়।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ওপেনার তাসামুল হক শতক হাঁকান। ২২২ বল মোকাবেলা করে টাইগার এ ব্যাটসম্যান ১০টি চারের সাহায্যে ১০২ রান করেন। আগের দিন ৯২ রানে বিদায় নেন দলপতি শুভাগত। তার ইনিংসে ছিল ১২টি বাউন্ডারির মার। ছয় নম্বরে নেমে ব্যাট হাতে ৯৩ বলে ৯টি চার আর দুটি ছক্কায় মোসাদ্দেক খেলেন ৮৫ রানের ইনিংস। আর সাত নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান করেন ৫৪ বলে ৫২ রান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে হারায় জিম্বাবুয়ে। সাকলাইন সজীবের বলে এলবির ফাঁদে পড়ার আগে তিনি করেন ৫ রান। এরপরই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ২১৫ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন ওপেনার ব্রায়ান চারি আর তিন নম্বরে নামা পিটার মুর। চারি ২১০ বল খেলে ১০টি চারের সাহায্যে ১২১ রান করে অপরাজিত রয়েছেন। শতক থেকে মাত্র ৭ রান দূরে রয়েছেন পিটার মুর।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।