ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নাফিস-মাহমুদের শতকে বরিশালের বড় সংগ্রহ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
নাফিস-মাহমুদের শতকে বরিশালের বড় সংগ্রহ ছবি: সংগৃহীত

ঢাকা: শাহরিয়ার নাফিসের ১৬৮ ও ফজলে মাহমুদের ১৩৩ রানে ১৭ তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে নিজেদের প্রথম ইনিংসে চট্টগ্রামের বিপক্ষে ৪৮৯ রানের বড় সংগ্রহ পেয়েছে বরিশাল বিভাগ। এদিকে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ।

দ্বিতীয় দিন শেষে বরিশালের চেয়ে এখনো ৩৫৫ রানে পিছিয়ে চট্টগ্রাম।

এর আগে বগুরায় ১ উইকেটে ৩২৩ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন বরিশালের দুই অপরাজিত ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ও ফজলে মাহমুদ। ১০ রান যোগ করে ব্যক্তিগত ১৬৮ রানে প্যাভিলিয়নে ফেরেন নাফিস। আর মাহমুদ ৫ রান যোগ করে ব্যক্তিগত ১৩৩ রানে আউট হন। অলরাউন্ডার আল আমিনের ব্যক্তিগত ৬০ রানের ইনিংসের সুবাদে সবকটি উইকেটে হারিয়ে ৪৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বরিশাল।
 
চট্টগ্রামের হয়ে নাবিল সামাদ ৪টি, বেলাল হোসেন ৩টি, ডলার মাহমুদ ২টি ও ইফতেখার সাজ্জাদ নিয়েছেন ১টি করে উইকেট।
 
জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৮ বলে ব্যক্তিগত ৩৭ রানের এক মারকুটে ইনিংস খেলে গোলাম কবিরের বলে আল আমিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল্লাহ আল মামুন। তবে, দ্বিতীয় উইকেটে নাফিস ইকবাল ও মুমিনুল হকের অপরাজিত ৮৭ রানের জুটিতে দিন শেষে ১ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। মুমিনুল হক ৬৪ ও নাফিস ইকবাল অপরাজিত আছেন ৩০ রানে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘন্টা, নভেম্বর ০১, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।