ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ডেরায় জিম্বাবুইয়ানরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
টাইগারদের ডেরায় জিম্বাবুইয়ানরা ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিনটি ওয়ানডে আর দু’টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে সোমবার (০২ নভেম্বর) বাংলাদেশে পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে সিরিজে অংশ নিতে সোমবার বিকেল ৫টা ৮ মিনিটে ঢাকায় পৌঁছে এলটন চিগুম্বুরা বাহিনী।



এমিরেটস এয়ারলাইন্সে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ২৩ সদস্যের সফরকারী দলটি।

আগামী ৫ নভেম্বর ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ শেষে ৭, ৯ ও ১১ নভেম্বর মিরপুরে তিনটি ওয়ানডেতে টাইগারদের মোকাবেলা করবে জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬ নভেম্বর দেশে ফিরবে সফরকারীরা।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ না হওয়ায় আর জিম্বাবুয়ের ফাঁকা সূচি থাকায় নভেম্বরেই আমন্ত্রণ জানানো হয় দলটিকে।

জিম্বাবুয়ে ঢাকা পৌঁছে সোমবার বিশ্রাম নিতে টিম হোটেলে থাকবে। ৩ ও ৪ নভেম্বর মিরপুরে অনুশীলন করবে সফরকারী জিম্বাবুয়ে দল। ৫ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে তারা।

গত বছর সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। সেবার সিরিজের টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারী দলটি।

বাংলাদেশ  সফরের জন্য আগেই ১৬ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন লেগস্পিনার গ্রায়েম ক্রেমার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেগিস চাকাভা।

জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুযারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ নভেম্বর দেশে ফিরে যাবে তারা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।