ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পেপসি-ডিআরইউ ক্রিকেটে চ্যানেল আই চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
পেপসি-ডিআরইউ ক্রিকেটে চ্যানেল আই চ্যাম্পিয়ন

ঢাকা: ডিআরইউ-পেপসি মিডিয়া কাপের ফাইনালে চ্যানেল-২৪’কে ২২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই।

টস জিতে ব্যাট হাতে নামে চ্যানেল আই।

ছয় ওভারের ম্যাচে কোনো উইকেট না হারিয়ে ৯৭ রান করে তারা। মারকুটে শফিকের ব্যাট থেকে আসে ৪৬, আর শুরুতে ধীরস্থির থাকলেও পরে খোলস ছেড়ে বেরিয়ে আসা রাহুল করেন ৪৪। ৯৮’র টার্গেটে ব্যাট করতে নেমে কখনোই সুবিধা করতে পারেনি চ্যানেল টোয়েন্টিফোর। নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের লাগাম টেনে রাখেন শামীম, রাহুল, শফিক এবং পিন্টু।

জয়ের জন্য শেষ ওভারে ৩৩ রান দরকার ছিল টোয়েন্টিফোরের। কিন্তু নীলাদ্রির আরও একটি অসাধারণ ওভারে ২২ রান দূরেই থেমে যেতে হয় তাদের।

খেলা শেষে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার। ম্যান অব দ্য ফাইনাল ছাড়াও পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন চ্যানেল আইয়ের শফিকুল ইসলাম।

চ্যাম্পিয়ন দলকে ট্রফি এবং ৫০ হাজার টাকা, রানার্স আপ দলকে ট্রফি এবং ২৫ হাজার, পরাজিত দুই সেমিফাইনালিস্টকে (বাংলাভিশন ও আলোকিত বাংলাদেশ) ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হানিফ ভুইয়া, লায়ন ফিরোজুর রহমান অলিও, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের পরিচালক সারোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী, টুর্নামেন্ট কমিটির কো চেয়ারম্যান শফিকুল ইসলাম শামীম এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মহিউদ্দিন পলাশ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।