ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শিশিরের অনুরোধেই দেশে ফেরেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
শিশিরের অনুরোধেই দেশে ফেরেন সাকিব ছবি : সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ে সিরিজে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে কোনো চাপ ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর। অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ার পর লম্বা ছুটি নিয়ে সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে সঙ্গ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব।

হঠাৎ করেই জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরে আসেন এ টাইগার ক্রিকেটার।

সোমবার (০২ নভেম্বর) মিরপুরে জাতীয় দলের অনুশীলন শেষে সাকিব জানালেন স্ত্রী’র অনুপ্রেরণা ও সহযোগিতার কারণেই সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছেন তিনি, ‘স্ত্রী’র সহযোগিতা ছিল খুব গুরুত্বপূর্ণ। সে বলেছে, ঠিক আছে তুমি যাও, যদি কোনো সমস্যা হয় তখন চলে এসো। শিশিরের সহযোগিতার কারণেই বাংলাদেশে আসা হয়েছে। সে বলেছে, তুমি এখানে বসে খেলা দেখলে তোমার চেহারার যে অবস্থা হবে, এটা আমার দেখার দরকার নেই। তুমি বরং বাংলাদেশেই থাকো। ’

নভেম্বরের তৃতীয় সপ্তাহে শিশিরের কোলজুড়ে আসবে কন্যাসন্তান। আর জিম্বাবুয়ে সিরিজ শেষ হবে ১৫ নভেম্বর।

তবে এর মধ্যে যদি স্ত্রী’র শারীরিক অবস্থা খারাপ হয় তাহলে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন সাকিব। তাই কোনো ঝুঁকি দেখছেন না এই ক্রিকেটার,  ‘সবসময় কথা তো হচ্ছেই স্ত্রীর সঙ্গে। ওরকম কোনো সমস্যা নেই। এটা নির্ভর করছে পরিস্থিতির উপর। খেলতে থাকি।   যদি একটা-দুইটা ম্যাচ মিস করতে হয় সেটা হবে অবস্থা বুঝে। আল্লাহর রহমতে সুস্থ আছে শিশির। তেমন টেনশনের কিছু নেই। ভালোভাবে সিরিজটা শেষ করতে পারলে আরও ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।