ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভি‌আইপি নিরাপত্তা পাচ্ছে জিম্বাবুয়ে

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
ভি‌আইপি নিরাপত্তা পাচ্ছে জিম্বাবুয়ে ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিনটি ওয়ানডে ও দু’টি টি টোয়েন্টি ম্যাচ খেলতে এরই মধ্যে ঢাকার মাটিতে পা রেখেছে এল্টন চিগুম্বুরার নেতৃত্বাধীন ২৩ সদস্যের জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর ঢাকার মাটিতে পা রাখার পরই সফরকারী দলটিকে ভিআইপি নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানালেন, বিসিবি নিরাপত্তা প্রধান মেজর (অব) হুসেইন ইমাম।



মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিসিবি’র নিজ কার্যালয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

দলটির নিরাপত্তা প্রসঙ্গে তি‍নি বলেন, গত ২ নভেম্বর (সোমবার) জিম্ববুয়ে ক্রিকেট দল ঢাকার হযরত শাহজালালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই তাদের ভিআইপি নিরাপত্তা দিয়ে টিম হোটেলে নিয়ে আসা হয়। একই রকম নিরাপত্তা  বিদ্যমান থাকবে টিম হোটেলে, হোটেল থেকে ভেন্যুতে যাবার সময়, নির্ধারিত ভেন্যুগুলোতে‍ এবং দলের সদস্যরা বাইরে কোথাও গেলে।

ভিআইপি নিরাপত্তার এই চাদরে আবৃত্ত থাকবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামও। নিরাপত্তার অংশ হিসেবেই এই প্রথম কোন প্রস্তুতি ম্যাচে টিকিটের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।

সফরকারী দলটির নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমান পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষা‍বাহিনী সহ থাকছে সমপরিমান গোয়েন্দা বাহিনীও। ম্যাচের দিন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যাও বাড়ানো হবে, মেজর (অব) হুসেইন ইমাম যোগ করেন।

অবশ্য অতিথি দলটিকে ভিআইপি নিরাপত্তা না দেয়ারও কোন কারণ নেই। সম্প্রতি এই নিরাপত্তার অজুহাত দেখিয়েই বাংলাদেশে সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। দুটি টেস্ট খেলতে গেল ২৮ সেপ্টেম্বর দলটির ঢাকা আসার কথা থাকলেও ‘বাংলাদেশে বিদেশী পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি আছে’- বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশনের এই ভিত্তিহীন সতর্ক বার্তার ফলে দেশটি বাংলাদেশ সফর বাতিল করে। একই ইস্যুতে  গেল ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও বাংলাদেশ সফর স্থগিত করে।

এমন প্রেক্ষাপটে যে নিরাপত্তা জিম্বাবুয়েকে দেয়া হয়েছে তাতে বাংলাদেশের প্রতি আস্থা বেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের-এমনটি মনে করছেন ক্ষুদ্র এই ব-দ্বীপের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।