ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দীর্ঘমেয়াদে আফগানদের কোচ ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
দীর্ঘমেয়াদে আফগানদের কোচ ইনজামাম ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের কোচ হিসেবে সময়টা বেশ উপভোগ করছেন ইনজামাম উল হক। তাইতো আফগানদের সঙ্গে দুই বছরের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

সম্প্রতি জিম্বাবুয়ের মাটিতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে রীতিমত আলোড়ন সৃষ্টি করে আফগানিস্তান।

এর আগে গত মাসের শুরুতে শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্যই ইনজামামকে কোচ হিসেবে নিয়োগ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। স্বল্পমেয়াদ থেকে এবার দীর্ঘমেয়াদে চুক্তিবদ্ধ হলেন পাকিস্তানের ব্যাটিং লিজেন্ড।

আফগানিস্তানের সাবেক কোচ ও পাকিস্তান জাতীয় দলের নির্বাচক কবির খান এমনটিই নিশ্চিত করেছেন। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এসিবি’র সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্ন করতে রাজি হয়েছেন ইনজামাম। তার সঙ্গে আমার কথা হয়েছে। আফগানদের কোচ হিসেবে দীর্ঘমেয়াদে কাজ করতে তিনি পুরোপুরি প্রস্তুত। ’

বিশ্ব ক্রিকেটে আফগানদের উত্থানের পেছনে কবির খানের অবদান কম নয়। তিনি বেশ কয়েক বছর কোচের দায়িত্বে ছিলেন। তারই স্বদেশী ইনজামাম যে কোচিং অধ্যায়টা উপভোগ করছেন সেটিও তিনি তুলে ধরেছেন, ‘জিম্বাবুয়ের মাঠে আফগানিস্তানের পারফরম্যান্সে ইনজামাম খুবই খুশি। তার বিশ্বাস, আফগান টিমে প্রতিভা আছে এবং তারা আরো এগিয়ে যাবে। ’

উল্লেখ্য, একসময় পাকিস্তান ক্রিকেট দলের পাশেও ছিলেন ইনজামাম। ২০১৩ সালে ভারত সফর সামনে রেখে ২০১২ সালের ডিসেম্বরে তিনি উত্তরসূরীদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরবর্তীতে ব্যাটিং কোচের প্রস্তাব পেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আর্থিক বিষয়ে বনিবনা না হওয়ায় ইনজামাম তাতে সাড়া দেননি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।