ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টপঅর্ডারের চার ব্যাটসম্যানের বিদায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
টপঅর্ডারের চার ব্যাটসম্যানের বিদায় ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ফতুল্লা থেকে: টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়েছে বিসিবি একাদশ। ইমরুল, বিজয়, লিটনের পর সাজঘরে ফিরেছেন সাব্বির।

উইকেটে অপরাজিত আছেন মুশফিকুর রহিম এবং এ মৌসুমে জাতীয় লিগের সর্বোচ্চ রান স্কোরার শাহরিয়ার নাফিস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি একাদশ ৩২ ওভার শেষে চার উইকেট হারিয়ে তুলেছে ১৫৯ রান।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অর্ধশতক তুলে নিয়ে বিদায় নেন ইমরুল কায়েস। তার বিদায়ে নামেন লিটন দাস। আরেক ওপেনার এনামুল হক অর্ধশতক হাঁকিয়ে সাজঘরে ফেরেন। এরপর ব্যাটিং ক্রিজে নামেন মুশফিকুর রহিম।

ইমরুল ৬৪ বল মোকাবেলা করে ৫টি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকিয়ে করেন ৫৬ রান। ক্রেমারের বলে বদলি ফিল্ডার ওয়ালারের তালুবন্দি হন তিনি। বিজয় ৬১ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৫২ রান করে ক্রেমারের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন।

দলীয় ১৪৪ রানে লিটন কুমার দাশের উইকেট হারায় বিসিবি একাদশ। ব্যক্তিগত ২৫ রানে ক্রেমারের তৃতীয় শিকার হন এ ডানহাতি ব্যাটসম্যান। ২৩ বলে একটি চার ও দুটি ছক্কায় লিটন তার ইনিংসটি সাজান। লিটনের পর ব্যাটিংয়ে নামেন সাব্বির রহমান।

সকাল ৯টায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে মাশরাফি বিন মর্তুজার বিসিবি একাদশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হয় এলটন চিগুম্বুরার দল।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়।

মাশরাফি ছাড়াও মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস, লিটন কুমার দাস, সাব্বির রহমানরা রয়েছেন প্রস্তুতি ম্যাচে। প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৭, ৯ ও ১১ নভেম্বর  মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
 
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি মারুফ, জুবায়ের হোসেন, সাঞ্জামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম ও তৌহিদুল ইসলাম রাসেল।
 
জিম্বাবুইয়ানস দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুযারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৫
এমআর

** লিটনের উইকেট হারাল বিসিবি একাদশ
** ইমরুলের পর বিজয়ের বিদায়
** ইমরুলের অর্ধশতক, অপেক্ষায় বিজয়
** ধীর গতিতে শুরু টাইগারদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।