ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাম স্ল্যামে পিটারসেনের টর্নেডো সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
রাম স্ল্যামে পিটারসেনের টর্নেডো সেঞ্চুরি ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার রাম স্ল্যাম টি-টোয়েন্টি লিগে এক টর্নেডো ইনিংস খেললেন কেভিন পিটারসেন। সানফয়েল ডলফিনসের হয়ে ৬৬ বলে ১১৫ রানের অসাধারণ  সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ডের সাবেক এ ব্যাটসম্যান।

অপরাজিত এ ইনিংসটিতে ১০টি ছয় ও পাঁচটি চারের মার ছিল।

গত বছর অ্যাশেজ সিরিজের পর ইংলিশ ক্রিকেট থেকে বিতাড়িত পিটারসেন নিজেকে টি-২০ ক্রিকেটার হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছেন। আর সর্বশেষ তিনি প্রোটিয়ায় ডলফিনের হয়ে খেলছেন। এ ম্যাচে ডানহাতি এ ব্যাটসম্যানের কল্যাণে ১৭৪ রানের পুঁজি পায় দলটি। তবে লায়ন্সের বিপক্ষে ম্যাচটিতে এক রানে জয় পায় ডলফিন।

টি-২০ ক্যারিয়ারে পিটারসেনের এটিই সর্বোচ্চ স্কোর। এরআগে ২০১২ সালে আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ১০৩ রান করেছিলেন। ৩৫ বছর বয়সী এ ব্যাটসম্যান আগামী বছর পাকিস্তান সুপার লিগে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।