ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের ব্যাটিং দাপটে অসহায় কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
অজিদের ব্যাটিং দাপটে অসহায় কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রিসবেন টেস্টের প্রথম দিনটি অস্ট্রেলিয়া নিজেদের করে নিয়েছে। ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার অসাধারণ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা।

দিন শেষে দুই উইকেট হারিয়ে ৩৮৯ রান করেছে অজিরা।

টস জিতে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন ওপেনার ওয়ার্নার ও জো বার্নস। ওপেনিং জুটিতে ১৬১ রানের বড় স্কোর গড়েন এ দুই ব্যাটসম্যান। তবে ব্যক্তিগত ৭১ রানে টিম সাউদির শিকার হয়ে প্যাভিলিওনের পথ ধরেন বার্নস।

এদিকে দ্বিতীয় উইকেট জুটিতে খাজার সঙ্গে আরো ১৫০ রানের জুটি গড়েন ওয়ার্নার। সেই সঙ্গে ‍তুলে নেন ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। পরে ২২৪ বলে ১৯টি চার ও একটি ছয়ে ১৬৩ রান করে জিমি নিশামের বলে আউট হন এ বাঁহাতি ব্যাটসম্যান।

ম্যাচের প্রথম দিনটিতে কিউই বোলারদের এই দুই উইকেটই সান্তনা। বাকি সময়টুকু রান রেট চারের ওপর রেখে সফরকারী বোলারদের শাসন করেছেন খাজা ও অধিনায়ক স্টিভেন স্মিথ। খাজা ১২৩ বলে মারমুখি ভঙ্গিতে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার অপরাজিত ইনিংসে (১০২) ১০টি চার ও দুটি ছক্কার মার রয়েছে। অপরদিকে ৪১ রানে অপরাজিত রয়েছেন স্মিথ।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।