ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সৌম্য আউট, ইমরুল ইন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
সৌম্য আউট, ইমরুল ইন ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিম্বাবুয়ে সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়ে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ছিটকেই গেলেন পুরো সিরিজ থেকে। তার বদলি হিসেবে দলে ঢুকেছেন ইমরুল কায়েস।



জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে অনেকদিন ধরেই ছিলেন না ওপেনার ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়ে খেলেছেন ৫৬ রানের অনবদ্য এক ইনিংস। ৬৪ বলে সাজানো তার ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কা।

এর আগে বাম পাঁজরে ব্যথা অনুভব করায় বুধবার (০৪ নভেম্বর) মিরপুরে ব্যাটিং অনুশীলন করেননি বাঁহাতি সৌম্য। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পর্যবেক্ষণে থাকেন তিনি। তবে, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, সৌম্য পুরো সিরিজে খেলতে পারবেন না। তাকে প্রায় দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ইমরুল কায়েসকে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) অনুশীলন করার সময় পাঁজরে চোট পান সৌম্য। বুধবার (০৪ নভেম্বর) সকালে অ্যাপোলো হাসপাতালে এমআরআই করান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন সৌম্য সরকার। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে তামিম ইকবালের সঙ্গী হয়ে মাঠ কাঁপিয়েছেন সাতক্ষীরার এই ক্রিকেটার।

আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। ঘরের মাঠের এ সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৭, ৯ ও ১১ নভেম্বর তিনটি ওয়ানডে আর ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-২০ ম্যাচ হবে।
 
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন,মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।