ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অনিকেতের ডিজাইন করা জার্সিতে খেলবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
অনিকেতের ডিজাইন করা জার্সিতে খেলবে বাংলাদেশ ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হোটেল সোনারগাঁওয়ে হয়ে গেল রবি’র ‘অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট’র গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সেরা জার্সি নির্বাচনের লক্ষ্যেই ব্যতিক্রমী এ আয়োজন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরা জার্সি ডিজাইনার নির্বাচিত হন অনিকেত ভট্টাচার্জ।

তাই বলাই বাহুল্য, অনিকেতের ডিজাইন করা জার্সি পরেই একদিনের ক্রিকেটে মাঠে নামবে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজ দিয়েই এর যাত্রা হতে যাচ্ছে।

পাঁচজনের বিচারক প্যানেল ১১টি জার্সি নির্বাচন করেন। এর মধ্যে অনিকেতের জার্সিটিই সেরা হিসেবে নির্বাচিত হয়। বিচারক প্যানেলে ছিলেন খ্যাতিমান চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়ার্কিং কমিটির সদস্য এনায়েত হোসেন সিরাজ, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও রবি’র ইউপি জনপ্রিয় মডেল নোভেল।

অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও কনা। এছাড়াও নির্বাচিত ১১ জনের জার্সি পরে র‌্যাম্প শো পরিবেশন করেন নারী-পুরুষ মডেলরা। এক কথায়, সোনারগাঁওয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে কোনো কিছুরই যেন কমতি ছিল না। সবার মাঝেই উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‍আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিইও ডেভিড রিচার্ডসন, চ্যানেল আই এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ ও জিম্বাবুয়ে দলের বর্তমান কোচ ডেভ হোয়াটমোর।

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ, ক্রিকেটাররা সহ সফরকারী জিম্বাবুয়ে দলও অতিথি হিসেবে এতে অংশ নেয়।

বিজয়ী অনিকেতের ‍হাতে ট্রফি তুলে দেন নাজমুল হাসান পাপন। আর পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন রবি’র সিইও সুপন বিরাসিংহে।

এক প্রতিক্রিয়ায় রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘রবি একটা অদম্য নেটওয়ার্ক এবং তারা অদম্য টিমের সঙ্গে কাজ করছে। এটার সাথে সাধারণ মানুষকে সংযুক্ত করে রবি এই জার্সি কনটেস্টের উদ্যোগটি নেয়। এটি শুধু জার্সিই নয়, এটি হচ্ছে জ্বলে ওঠার মন্ত্র। এটি প্রেরণা হয়ে ১৬ কোটি মানুষের জ্বলে ওঠার শক্তি হিসেবে কাজ করবে। ভবিষ্যতে আমরা ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে কাজ করব। এ উদ্যোগটি তারই একটি অংশ। এ আয়োজন করার পেছনে বিসিবি অনেক সহায়তা করেছে। এজন্য বিসিবি প্রেসিডেন্টকে অনেক অনেক ধন্যবাদ। ’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশের মতো এমন ক্রিকেট পাগল মানুষ আমি কোথাও দেখিনি। ক্রিকেটই এদেশের মানুষকে ‍ঐক্যবদ্ধ করেছে। এরকম একটি ক্রিয়েটিভ আইডিয়ার জন্য রবি’কে ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে ক্রিকেটের সঙ্গে সাধারণ মানুষ সংযুক্ত হয়েছে। দেড় বছর আগে বাংলাদেশ দল যখন খারাপ খেলেছিল তখনও এদেশের মানুষ সাপোর্ট করেছিল। ’

বাংলাদেশ ক্রিকেট দলের পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে জার্সি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করে। সেপ্টেম্বরে জাতীয় ক্রিকেট দলের সেরা জার্সি নির্বাচনের লক্ষ্যে এসএমএস ও অনলাইনে সাধারণ মানুষের ভোট গ্রহণ করা হয়।

এর আগে গত ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রাথমিকভাবে মোট আট হাজার প্রতিযোগী জার্সির ডিজাইন জমা দেয়। সেখান থেকে ১১ টি ডিজাইন নির্বাচন করেন নির্বাচকরা। যা পরবর্তীতে রবি’র বিজ্ঞাপনচিত্রে তুলে ধরা হয়।

উল্লেখ্য, নতুন ডিজাইনের জার্সি পরেই ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। পরবর্তীতে দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই জার্সি ব্যবহার করেন সাকিব-তামিম-মাশরাফিরা। এবার একেবারেই নতুন ডিজাইনের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।