ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ের পর বোলিংয়েও অজিদের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ব্যাটিংয়ের পর বোলিংয়েও অজিদের দাপট ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার অলরাউন্ড নৈপুণ্যে দিশেহারা নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে অজিদের ৫৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে স্টার্ক-জনসনদের বোলিং তোপে রীতিমত হিমশিম খাচ্ছে কিউইরা।

দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ পাঁচ উইকেটে ১৫৭ রান।

স্কোর: অস্ট্রেলিয়া – ৫৫৬/৪ ডিক্লে.
নিউজিল্যান্ড – ১৫৭/৫

শুক্রবার (০৬ নভেম্বর) দুই উইকেটে ৩৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। দুই রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন অধিনায়ক স্টিভেন স্মিথ। দলীয় ৫৫৬ রানের মাথায় উসমান খাজার (১৭৪) বিদায়ের পরই ইনিংস ঘোষণা করে অজিরা।

ব্যক্তিগত ৮৩ রানে অপরাজিত থাকা অ্যাডাম ভোজেস সেঞ্চুরির আক্ষেপটা করতেই পারেন! এর আগে প্রথম দিনে দুই ওপেনার জো বার্নস ৭১ ও ডেভিড ওয়ার্নার ১৬৩ রানের ইনিংস উপহার দেন। অজিদের প্রথম চার উইকেটের পার্টনারশিপ যথাক্রমে ১৬১, ১৫০, ৮৮ ও ১৫৭ রান।

কিউইদের হয়ে একটি করে উইকেট নেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, জেমস নিশাম ও কেন উইলিয়ামসন।

পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন মার্টিন গাপটিল (২৩) ও টম লাথাম (৪৭)। দলীয় ১০২ রানের মাথায় লাথামের বিদায়ের পর দ্রুতই আরো তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কিউইরা। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম মাত্র ছয় রান করে জনসনের বলে ভোজেসের তালুবন্দি হন। অভিজ্ঞ রস টেইলরকেও স্মিথের ক্যাচে পরিণত করেন জনসন। মিচেল স্টার্কের বলে ক্লিন বোল্ডের শিকার হন জেমস নিশাম (৩)।

তবে অজিদের পেস অ্যাটাক সামলে ৫৫ রানে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামসন। অপর প্রান্তে রয়েছেন বিজে ওয়াটলিং (১৪*)। তৃতীয় দিনে এ ‍দু’জনের ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি কতদূর যায় সেটিই এখন দেখার বিষয়!

অজিদের হয়ে দু’টি করে উইকেট লাভ করেন মিচেল জনসন ও মিচেল স্টার্ক। জস হ্যাজেলউড নেন এক উইকেট।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।