ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচের জয় প্রেরণা যোগাবে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
প্রস্তুতি ম্যাচের জয় প্রেরণা যোগাবে ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: একসময় বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে দল। সময়ের সঙ্গে বাংলাদেশের সাফল্য রেখা যতই উপরের দিকে উঠেছে, ততটাই যেন নেমেছে জিম্বাবুয়ের।

সম্প্রতি আইসিসির সহযোগি সদস্য দেশ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে বাংলাদেশ সফরে আসে জিম্বাবুইয়ানরা।
 
অন্যদিকে, বাংলাদেশ দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতে উজ্জীবিত এক পরাশক্তি। এই দলের বিপক্ষেই শনিবার (০৭ নভেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে সফরকারীরা।

বাংলাদেশের শক্তির কথা জানেন জিম্বাবুয়ে দলের অধিনায়কও। শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সফরকারী দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ অনেক শক্তিশালী একটি দল। তবে দু’দলই সিরিজটা জিততে চাইবে। ’
 
শক্তির বিচারে বাংলাদেশ এগিয়ে থাকলেও ফতুল্লায় গতকাল (০৫ নভেম্বর) বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে দাপুটে জয়কে প্রেরণা হিসেবে নিচ্ছে সফরকারীরা, ‘এই জয়টা নিশ্চয়ই আমাদের দলকে প্রেরণা যোগাবে। তবে বাংলাদেশের সঙ্গে জিততে হলে গতকালের চেয়েও ভালো খেলতে হবে। ’
 
গত নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গিয়েছিল জিম্বাবুয়ে দল। সেবার হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছিল তাদের। এবার তেমনটা হবে না বলে মনে করেন চিগুম্বুরা, ‘এবারের সফরে আমাদের দলটা ভিন্ন। বাঁহাতি স্পিন মোকাবেলা করার মতো কয়েকজন ভালো ক্রিকেটার আছে আমাদের দলে। আমরা ভালো শুরু করতে চাই। সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।