ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘চ্যালেঞ্জ’টা থাকছেই জিম্বাবুয়ে সিরিজে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
‘চ্যালেঞ্জ’টা থাকছেই জিম্বাবুয়ে সিরিজে ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শক্তির বিচারে এখন বাংলাদেশের তুলনায় বেশ পিছিয়েই জিম্বাবুয়ে। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তি দলগুলোকে উড়িয়ে দেওয়া টাইগারদের ডেরায় এখন সেই ‘পিছিয়ে থাকা’ জিম্বাবুয়ে।

তাতে কী? বিভিন্ন ‘হিসেব-নিকেশে’ এই সিরিজে চ্যালেঞ্জটা থাকছেই। নানা কারণেই এই চ্যালেঞ্জ নামক বাড়টি ভাবনাটি টাইগারদের সঙ্গী।

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ৭ উইকেটের বড় জয়ে উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। বিসিবির আদলে এটি ছিল এক প্রকার জাতীয় দলই। হোক সে প্রস্তুতি, তবুও তো দারুণ শুরু জিম্বাবুয়ের। এতে আলগা সতর্কতা বাংলাদেশ দলের। সে রকম সুরই ছিল শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে।

এদিকে, নিরাপত্তা ইস্যুতে আসেনি টিম অস্ট্রেলিয়া। সেজন্য তাদের সঙ্গে হোম সিরিজ খেলাও হলো না। এতে দীর্ঘ বিরতি গিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। প্রায় চার মাস পর আন্তর্জাতিক আসরে খেলতে নামছে বাংলাদেশ দল। এর মধ্যেই ঘটেছে নিরাপত্তা ইস্যুসহ নানা ধরনের ঘটনা।

এ বিষয়েও সংবাদ সম্মেলনে উত্তর দিয়েছেন টাইগার অধিনায়ক। তিনি বলেছেন, আমাদের নিজস্ব কোনো নিরাপত্তা সমস্যা কখনও ঘটেনি। আর একটি বিদেশি দল এলে তাদের এমনিতেই আলাদা প্রটোকল দেওয়া হয়।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটের বিরতিই নয়; সিরিজে আরও একটি বিষয় বাংলাদেশের জন্য ভাবনার। সেটি হলো ‘চাপ’। যাকে বলা যায় ‘র‍্যাঙ্কিং চাপ’। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার শর্তটা এমন যে- চাইলেও র‍্যাঙ্কিং নিয়ে ভাবনামুক্ত থাকা যাচ্ছে না। অন্যদিকে সূচি বলছে, এই সিরিজের পর প্রায় এক বছর আনুষ্ঠানিক কোনো ওয়ানডে খেলা নেই টাইগারদের।

জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ যদি বাংলাওয়াশ করে, তবে র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট যুক্ত হবে মাত্র ১। আর বাংলাদেশ যদি একটি ম্যাচেও হারে, এতে র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট কমবে ২। তখন ৯৬ থেকে টাইগারদের পয়েন্ট নেমে যাবে ৯৪’র ঘরে।

ওয়ানডের র‍্যাঙ্কিং চার্টে সাত নম্বরে টিম বাংলাদেশ, ৪ পয়েন্ট বেশি নিয়ে এক ধাপ ওপরে ইংল্যান্ড।

দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ জিতলেও মাত্র ১ পয়েন্টই যোগ হবে বাংলাদেশের খাতায়। ফলে ছাড়িয়ে যাওয়া বা ছোঁয়া যাবে না ইংলিশদের। তবে বাংলাদেশ যদি সিরিজটা হেরে যায়, তাহলে পয়েন্ট কমবে বেশ। যা নিয়েও রয়েছে আলাদা চ্যালেঞ্জ।

অন্যদিকে, সিরিজটা জিম্বাবুয়ে যদি ৩-০ ব্যবধানে জিতে নেয়, তবে বাংলাদেশের পয়েন্ট নেমে আসবে ৮৮-এ। ফলটা যদি জিম্বাবুয়ের দিকে ২-১ হয়, এতে বাংলাদেশের পয়েন্ট হবে ৯১। বাংলাদেশ সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেও ২ পয়েন্ট কমবে। বাংলাদেশের সবগুলো ম্যাচ জিতলে পয়েন্টটা ৯৬ থেকে মাত্র ১ বেড়ে হবে ৯৭। সিরিজ ১-১ সমতায় শেষ হলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৩।

সব মিলিয়ে শনিবার (৭ নভেম্বর, দুপুর ১টা) থেকে শুরু হতে যাওয়া সিরিজটি যে বাংলাদেশের জন্য আসলেই ‘চ্যালেঞ্জ’র তা বলাই যায়।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।