ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শচীন-লারাদের হারিয়ে দিল পন্টিং-সাঙ্গারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
শচীন-লারাদের হারিয়ে দিল পন্টিং-সাঙ্গারা

ঢাকা: নিউইয়র্ক সিটির ফ্লুসিং মিডোও কুইন্সে অনুষ্ঠিত ক্রিকেট অলস্টারস সিরিজে শচীনস ব্লাস্টার্সকে হারিয়েছে ওয়ার্নস ওয়ারিয়র্স। টেন্ডুলকার, লারা, শেওয়াগ, পোলকদের হারিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৬ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, রিকি পন্টিংরা।

সিরিজে ১-০তে এগিয়ে গেল ওয়ার্নস ওয়ারিয়র্স।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়ার্নস ওয়ারিয়র্স। টেন্ডুলকার বাহিনী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪০ রান। ১৬ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শেন ওয়ার্নের দলটি।

ব্যাটিংয়ে নেমে ভারতীয় দুই ক্রিকেট তারকা টেন্ডুলকার আর বিরেন্দর শেওয়াগ ওপেনিং জুটিতে তোলেন ৪৮ বলে ৮৫ রান। ২৭ বলে দুটি চার আর একটি ছক্কা হাঁকিয়ে টেন্ডুলকার অজি স্পিনার শেন ওয়ার্নের বলে জ্যাক ক্যালিসের তালুবন্দি হওয়ার আগে করেন ২৬ রান। আরেক ওপেনার শেওয়াগ কিউই তারকা ড্যানিয়েল ভেট্টোরির বলে বোল্ড হওয়ার আগে খেলেন ঝড়ো এক ইনিংস। মাত্র ২২ বল মোকাবেলা করে তিনটি চার আর ৬টি ছক্কায় শেওয়াগ করেন ইনিংস সর্বোচ্চ ৫৫ রান।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয় আরেক তারকা ভিভিএস লক্ষন ৮ রান করে ওয়ার্নের ঘূর্ণিতে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারাকেও (১ রান) এলবির ফাঁদে ফেলে ফিরিয়ে দেন ওয়ার্ন। শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনেকে বিদায় করেন অ্যান্ড্রু সাইমন্ডস। আউট হওয়ার আগে জয়াবর্ধনে করেন ১৮ রান। ১১ রান করা কার্ল হপারকেও ফিরিয়ে দেন সাইমন্ডস।

প্রোটিয়া কিংবদন্তি শন পোলক স্বদেশি অ্যালান ডোনাল্ডের বলে আরেক স্বদেশি জ্যাক ক্যালিসের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৯ বলে একটি ছক্কায় করেন ১১ রান। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মঈন খান সাইমন্ডসের বলে ক্যালিসের তালুবন্দি হন মাত্র এক রান করেন। কার্টলি অ্যামব্রোস ১ ও মুত্তিয়া মুরালিধরন ২ রানে অপরাজিত থাকেন। ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি শোয়েব আখতারের।

 ওয়ারিয়র্সের হয়ে ওয়াসিম আকরাম ৪ ওভার বল করে ১৬ রান খরচ করলেও কোনো উইকেট নিতে পারেননি। ডোনাল্ড ৩ ওভারে ২৩ রান খরচ করে নিয়েছেন একটি উইকেট। কোর্টনি ওয়ালস ২ ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এক ওভার হাত ঘুরিয়ে জ্যাক ক্যালিস ১৯ রান খরচ করে উইকেটহীন থাকেন। শেন ওয়ার্ন ৪ ওভারে ২০ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। ৪ ওভারে ১৩ রান দেওয়া ভেট্টোরির ঝুলিতে গেছে একটি উইকেট। সাইমন্ডস দুই ওভার বল করে ১৫ রানের বিনিময়ে নিয়েছেন আরও তিনটি উইকেট।

১৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওয়ার্নস ওয়ারিয়র্স ৪ উইকেট হারিয়ে ১৭.২ ওভার ব্যাট করে জয় তুলে নেয়।

 ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানের মাথায় ফিরে যান অজি ওপেনার ম্যাথু হেইডেন। পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতারের বলে উইকেটের পেছনে থাকা মঈন খানের গ্লাভসবন্দি হওয়ার আগে হেইডেন করেন ৪ রান। আরেক ওপেনার ক্যালিসের ব্যাট থেকে আসে ১৩ রান। তিন নম্বরে নামা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ৩৮ বলে তিনটি করে চার ও ছয়ে খেলেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

 শ্রীলঙ্কার আরেক গ্রেট ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা শোয়েব আখতারের বলে স্বদেশি জয়াবর্ধনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন ৪১ রান। এ লঙ্কান গ্রেটের ইনিংস ছিল ২৯ বলে দুটি চার আর তিনটি ছয়ে সাজানো। মুরালিধরনের বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন এক রান করা সাইমন্ডস। ১৪ বলে তিনটি ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন জন্টি রোডস।
 
ব্যাট হাতে নামার প্রয়োজন হয়নি শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, ড্যানিয়েল ভেট্টোরি, কোর্টনি ওয়ালস আর অ্যালান ডোনাল্ডকে।

শচীনস ব্লাস্টার্সের হয়ে ৪ ওভারে ২৬ রান খরচায় দুটি উইকেট পান শোয়েব আখতার। ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেট পাননি শন পোলক। কার্টলি অ্যামব্রোস ৩ ওভারে সর্বোচ্চ ৩৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। মুরালিধরন ৪ ওভার বল করে এক মেডেন নিয়ে ১৮ রান খরচায় তুলে নেন একটি উইকেট। ৩ ওভারে ২০ রান দিয়ে উইকেটের দেখা পাননি কার্ল হপার।

 ম্যাচ সেরা নির্বাচিত হন শেন ওয়ার্ন।

 বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।