ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাঙ্গালুরু টেস্টে অনিশ্চিত স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ব্যাঙ্গালুরু টেস্টে অনিশ্চিত স্টেইন ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুর দ্বিতীয় টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। পেশীর সমস্যায় ভোগা স্টেইন মোহালিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বোলিং করতে পারেননি।

আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে আগে ফিটনেস পরিক্ষা দেবেন ডানহাতি এ বোলার।

এদিকে স্টেইনের ইনজুরি শঙ্কা থাকলেও ভালো খবর রয়েছে প্রোটিয়া শিবিরে। দলটির নির্ভরযোগ্য ব্যাটসম্যান জেপি ডুমিনি ও পেসার মরনে মরকেল ইনজুরি সেরে দ্বিতীয় টেস্টে ফিরছেন। ডুমিনি ও মরকেল দু’দলের ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন।

দ.আফ্রিকার টেস্ট দলে স্টেইন ও মরকেল বোলিংয়ে অসাধারণ জুটি। তারা দু’জন একসঙ্গে খেলতেও বেশ পছন্দ করেন। তাই দ্বিতীয় টেস্ট স্টেইন থাকলে প্রথম টেস্ট খেলা কাগিয়াসো রাবাদাকে মূল একাদশ থেকে বাইরে চলে যেতে হতে পারে।

অন্যদিকে ডুমিনি দলে আসায় প্রোটিয়াদের ব্যাটিংয়ে দারুণ শক্তিশালী হবে। পাশাপাশি ভারতীয় পিচে স্পিনও ভালো করতে পারেন অলরাউন্ডার ডুমিনি। প্রথম টেস্ট জিতে চার ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।