ঢাকা: কথায় আছে, রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। আর ক্রিকেটেই সেই ভাঙা-গড়ার খেলাটা বেশি।
অনেক দিন পর ভাঙতে চলছিল সে রেকর্ডটি। সেটি ভাঙার পথে ছিলেন আরেক বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। তবে, রেকর্ড ভাঙার পথটা আরেকটু দীর্ঘ হলো পরিবারের প্রয়োজনে সাকিব আমেরিকার পথে উড়াল দেওয়ায়।
রাজ্জাককে ছুঁতে সাকিবের দরকার ছিল মাত্র একটি উইকেট। সোমবার (০৯ নভেম্বর) মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি উইকেট পেলেই রাজ্জাকের রেকর্ডে ভাগ বসাতে পারতেন তিনি। দুটি উইকেট পেলে রাজ্জাককে টপকে একদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারতেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
কিন্তু, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে আর খেলা হচ্ছে না সাকিবের। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পারিবারিক প্রয়োজনে রোববার (০৮ নভেম্বর) রাতেই উড়ে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রে। সেখানে আছেন তার সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশির। তার পাশে থাকতেই সাকিব সিরিজের বাকি ম্যাচগুলো না খেলে চলে যাচ্ছেন। আর অপেক্ষায় রেখে যাচ্ছেন তার কোটি ভক্ত-সমর্থকদের।
শনিবার (০৭ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সাকিব দেখিয়েছেন বোলিং কারিশমা। বল হাতে সাকিব যে ছন্দে ছিলেন তাতে চলতি সিরিজেই শীর্ষে উঠবেন -এটি সহজেই অনুমেয় ছিল। চলতি সিরিজে তো নয়ই, চলতি বছর শেষেও অপেক্ষায় থাকতে হবে সাকিব ভক্তদের। কারণ, এ বছর বাংলাদেশের আর কোনো ওয়ানডে সিরিজ হওয়ার কথা নেই।
১৫৭ ওয়ানডে খেলা সাকিবের দখলে ২০৬ উইকেট। ২০৭ উইকেট পেতে রাজ্জাকের লেগেছিল ১৫২ ওয়ানডে। সাকিব না পারলেও চলতি সিরিজে রাজ্জাককে ছাড়িয়ে যেতে পারেন মাশরাফি। ১৫৮ ম্যাচ খেলা টাইগার অধিনায়ক পেয়েছেন ২০২ উইকেট। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নড়াইল এক্সপ্রেস নিয়েছেন দুটি উইকেট।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এসকে/এমআর