ঢাকা: ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে বাংলাদেশ পাবে মাত্র এক পয়েন্ট। অথচ একটি ম্যাচ হারলেই কমে যাবে দুই পয়েন্ট।
এ সম্পর্কে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল জানান, ‘এই সিরিজ থেকে আমাদের কিছু পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু হারানোর শঙ্কাটা অনেক বেশি। তাই বলে এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত না। আমাদের কাজ সিরিজটা আগে জেতা। পরের কাজ পরে করবো। সত্যি বলতে রেটিং নিয়ে, পয়েন্ট নিয়ে দলের কেউ কথা বলে না, কেউ চিন্তাও করে না। ’
সোমবার (০৯ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেই ঘরের মাটিতে টানা পাঁচটি সিরিজ জিতবে বাংলাদেশ।
এমন মাইলস্টোনের সামনে দাঁড়িয়েও খুব বেশি উচ্ছ্বসিত নন তামিম। প্রতিটি ম্যাচ ধরে রেখে এগুতে চান তিনি, ‘এ বছরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক। সিরিজ জেতা বা রেকর্ড নিয়েও খুব চিন্তা করছি না। আমাদের চিন্তা কেবল কালকের ম্যাচটি নিয়ে। ওই ম্যাচটি আমরা জিততে চাই। ওইটা জিতলে সিরিজও জেতা হয়ে যাবে, এটা ঠিক। আমাদের পরিকল্পনা সঠিক পথে এগিয়ে যাওয়া। ’
সিরিজের প্রথম ওয়ানডেতে ভালোভাবে সেট হয়ে ব্যক্তিগত ৪০ রানে তুলে মারতে গিয়ে আউট হন তামিম ইকবাল। বড় ইনিংস খেলার সুযোগ মিস হয়েছে বলেই মনে করেন তিনি। সেই সঙ্গে নিজের আউটের ধরনেও খুশি হতে পারেননি এ ওপেনার, ‘আমার আউটের ধরনটা খুব বেশি ভালো ছিল না। আমি ওই সময় সেট হয়ে খেলছিলাম। আমার উচিত ছিল আরো বেশি সময় ব্যাটিং করা। ইচ্ছে ছিল কাভারের উপর দিয়ে খেলার। কিন্তু বলটা ওই শটের উপযোগী না হওয়ায় আউট হয়ে যাই। পরের ম্যাচে আমাকে শূন্য থেকে শুরু করতে হবে। কাল আমি ৪০ রানে ব্যাট করছিলাম, সে হিসেবে অবশ্যই বড় একটা সুযোগ মিস। ’
‘ওই সময় আমি হয়তো আমি খুব বেশি রান করছিলাম না। তবে তা পূরণ করে দেয়ার ক্ষমতা ছিল। এটা সত্য যে বড় একটা সুযোগ মিস হয়ে গেছে। তবে, এটা বলতেই পারি, বড় ইনিংস খেলার চেষ্টা করব’ যোগ করেন তামিম।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এসকে/এমআর