ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে দল কিনছেন ধোনি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আইপিএলে দল কিনছেন ধোনি! ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ হচ্ছে নতুন দুটি ফ্রাঞ্চাইজিভিত্তিক দল। যার নিলাম অনুষ্ঠিত হবে চলতি বছরের ৮ ডিসেম্বর।

আর আইপিএলের নতুন মৌসুমের জন্য দল কিনতে চান মহেন্দ্র সিং ধোনি!

বিসিসিআইয়ের এক মুখপাত্র জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডকে টিম ইন্ডিয়ার অধিনায়ক ধোনি অনুরোধ করেছেন, দল কেনার ব্যাপারে তাকে সমর্থন করতে। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টে দল কিনতে ‘বেজ প্রাইজ’ ধরা হয় ৪০ কোটি রূপি।

মুখপাত্র আরও জানান, ব্যয়বহুল এ টুর্নামেন্টটিতে দল কিনতে ধোনিকে সমর্থন দিচ্ছেন মিত্তাল সহ রাঞ্চির বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। এছাড়া চেন্নাই সুপার কিংসের সাবেক দলনেতার সঙ্গে রয়েছেন ভিডিওকন ও জেএসডব্লিউ স্টিল।

এর আগে দুর্নীতি ও ফিক্সিং কেলেঙ্কারিতে পড়ে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। আগামী আসরে নতুন দুটি দল নাম লেখাবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।