ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। সাকিবের দল রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলতে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন এই ক্যারবীয় ক্রিকেটার।
শনিবার (২১ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে রংপুর রাইডার্সের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন স্যামি। এসময় তিনি বলেন, টিমমেট হয়ে সাকিবের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। অসাধারণ একজন ক্রিকেটার সাকিব। এ বছর আমি তার সঙ্গে খেলার সুযোগ হারিয়েছি। আমাদের সিপিএল ফ্র্যাঞ্চাইজি সেন্ট লুসিয়া জুকসে তার খেলার কথা ছিল। তবে পরে তিনি যেতে পারেননি।
বিপিএলের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে মনে করেন স্যামি, ‘এটার মাধ্যমে অনেক তরুণ ক্রিকেটার বের হয়ে আসতে পারবে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিপিএলের মাধ্যমে তারা স্থানীয় তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের খোঁজ পাবে। আশা করি এই টুর্নামেন্ট সফল হবে এবং অনেক উপভোগ্য হবে। ’
রংপুর রাইডার্স দল প্রসঙ্গে স্যামি বলেন, ‘দলটিতে ভালো সমন্বয় করা হয়েছে। সাকিব ট্যালেন্টেড একজন ক্রিকেটার। শুধু বাংলাদেশ নয়; সারা বিশ্বেই সে দারুণ খেলে চলেছে। অভিজ্ঞ ক্রিকেটারও আছে আমাদের দলে। মিসবাহ, সিমন্সের সঙ্গে নিজের কথা বলতে পারি। স্থানীয় মেধাবী ক্রিকটাররাও দলে আছেন। ভালো স্কোয়াড হয়েছে। তবে কাগজে-কলমে হিসেব করলেই হবে না, মাঠে সেটাকে কাজে লাগাতে হবে। ’
রোববার (২২ নভেম্বর) বিপিএলের উদ্বোধণী ম্যাচেই মাঠে নামছে রংপুর রাইডার্স। তাদের প্রতিপক্ষ তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে এখনো ঢাকায় এসে পৌঁছাননি দলটির অধিনায়ক সাকিব আল হাসান। আজ রাত ৯টায় তার দেশে ফেরার কথা। প্রথম ম্যাচে তিনি মাঠে নামবেন এমনটাই কামনা করছেন টিম ম্যানেজম্যান্ট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে স্ত্রী-সন্তানকে দেখতে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এসকে/এমআর