ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টা বাদেই মাঠে গড়াচ্ছে বিপিএল’র তৃতীয় আসর। আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস।
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামতে এরই মধ্যে দলের সব প্রস্তুতি শেষ করেছে কুমার সাঙ্গাকারার ঢাকা। আর এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে বলে জানালেন ডায়নামাইটস দলপতি।
শনিবার (২১ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে সাঙ্গাকারা জানান, ‘প্রথম ম্যাচ সামনে রেখে আমাদের প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে। ছেলেরা খেলার মধ্যে থাকায় সবাইকেই বেশ ইতিবাচক দেখাচ্ছে। এবার শুধুমাত্র অপেক্ষা মাঠে সেরা খেলাটি খেলার। ’
এদিকে দলের সদস্যদের নিয়েও বেশ আশাবাদী এই অধিনায়ক। তবে অন্য সব সদস্যদের পাশাপাশি তাকে সব চেয়ে বেশি আলোড়িত করছে, টাইগার পেসার মুস্তাফিজের উপস্থিতি। এই কাটার মাস্টার প্রসঙ্গে বলতে গিয়ে সাঙ্গা জানান, ‘মুস্তাফিজ আসলে দারুণ এক বোলার। অভিষিক্ত সিরিজেই ১৩টি উইকেট শিকার করে এরই মধ্যে সে তার সামর্থের প্রমাণ দিয়েছে। তাই ওকে আমাদের দলে পেয়ে ভীষণ ভাল লাগছে। আমাদের প্রতিটি ম্যাচেই সে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছি। আর তার সঙ্গে খেলতে পেরে আমি ভীষণ আনন্দিত বোধ করছি। ’
বিপিএলের তৃতীয় আসরের মধ্য দিয়েই বিপিএল মিশন শুরু করবেন কুমার সাঙ্গাকারা। কেননা, এর আগে বিপিএলের দুটি আসরের কোনটিতেই তিনি অংশগ্রহণ করেননি।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর