ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে দর্শক শূন্য গ্যালারি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বিপিএলে দর্শক শূন্য গ্যালারি ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে এক বছর বিরতির পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের তৃতীয় আসর। কিন্তু চিন্তার বিষয় হলো চার-ছক্কার ধুম-ধারাক্কার এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে দর্শক বলতে গেলে একবারেই নেই।



উত্তর, দক্ষিণ, শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক স্ট্যান্ড, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড শূন্য পড়ে আছে। তবে, স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারিতে এক ফালি দর্শক নিজ নিজ আসন থেকে উল্লাসে ফেঁটে পড়ছেন বিপিএল উত্তেজনায়।

রোববার (২২ নভেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের এমন চিত্রই ধরা পড়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের চোখে।

এর আগে, মাঠে প্রবেশের সময় দর্শকদের উপস্থিতি একবারেই সীমিত দেখা যায়। শুধু  মাত্র ১নং গেট ছাড়া অন্যকোনো গেটেই দর্শক উপস্থিতি চোখে পড়েনি। যারা এসেছেন তারা সবাই মাঠের খেলা শতভাগ উপভোগ করবেন বলেই জানান।

তাদের মধ্যে একজন জানান, ‘আমি এসেছি মোহাম্মদ আমির (পাকিস্তানি বোলার) এর বোলিং দেখতে। ’ কেউ বললেন নাফিস ইকবাল, আবার কেউ বললেন তামিমের খেলা দেখতে এসেছেন। তাদের দল চিটাগং ভাইকিংস প্রথম ম্যাচ জিতবে বলেও আশা প্রকাশ করেন তারা।

একই সময় পাশ থেকে একই লাইনে দাঁড়ানো অন্য কয়েকজন দর্শক চিৎকার করে বলছিলেন, ‘রংপুর জিতবে। সাকিব আজকে দেখিয়ে দিবে খেলা কাকে বলে!’

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।