ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের অর্ধশতকে উজ্জীবিত চিটাগং

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
তামিমের অর্ধশতকে উজ্জীবিত চিটাগং ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শটের পাওয়ার হাউজ তাঁর ছদ্মনাম। হাতে যে স্ট্রোক আছে তার সঠিক ব্যবহার যেদিন করেন সেদিনই উড়ে যায় প্রতিপক্ষ।

বিপিএলের উদ্বোধনী ম্যাচেও এই ওপেনারের ব্যাট সে রকমটিই দেখিয়ে দিল রংপুরের বিপক্ষে। এই ম্যাচে হার্ড হিটার তামিমের ব্যাট থেকে এলো ৩২ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস।

রোববার (২২ নভেম্বর) বিপিএলের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ রংপুরের বিপক্ষে তামিমের ব্যাট যেন খাপ খোলা তলোয়াড়। ১৫৯.৩৭ স্ট্রাইক রেটে এই ভাইকিংস সদস্যের ক্ষুরধার ব্যাটিংয়ে বলতে গেলে এক রকম উড়েই গেছে প্রতিপক্ষের বোলাররা। বল খেলেছেন ৩২টি, এর মধ্যে ৬টি চার ও ১টি ছয়ে করেছেন ইনিংস সর্বোচ্চ ৫১ রান।

তবে, ইনিংসের শেষ পর্যন্ত খেলতে পারলেন না তামিম। ১৩তম ওভারে সাকলাইন সজীবের দারুণ এক ডেলিভারিতে ক্যাচ তুলে দিয়েছেন মিসবাহ উল হকের হাতে। শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারলে ভাইকিংসদের দলীয় সংগ্রহের ভান্ডার যে আরও সমৃদ্ধ হতো, তা আর বলার অপেক্ষা রাখে না।

এর আগে ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় সংস্করণেও তাঁর ব্যাট ভালই জবাব দিয়েছিল। দুরন্ত রাজশাহীর হয়ে ১০ ম্যাচে ১২২ স্ট্রাইক রেটে ওই বছর তাঁর সংগ্রহ ছিল ২৪৪ রান। আর ২০১২ সালে প্রথম বিপিএল চিটাগং কিংসের হয়ে ২ ম্যাচে তার সংগ্রহ ছিল ৮ রান। ‍

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘন্টা, ২২ নভেম্বর  ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।