ঢাকা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন শহিদ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জেমস ভিন্সের উইকেটটি নিয়ে রেকর্ড গড়েন পাকিস্তানের সংক্ষিপ্ত ফরম্যাটের এ অধিনায়ক।
রেকর্ড গড়তে অভিজ্ঞ আফ্রিদি পেছনে ফেলেন তারই স্বদেশি সাবেক সতীর্থ সাইদ আজমলকে। ৮৬ ম্যাচে সমান উইকেট নিয়ে ডানহাতি এ অলরাউন্ডার এখন সবার ওপরে। আজমল এতদিন ৬৪ ম্যাচে ৮৫ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন।
নিচে টি-২০তে শীর্ষ ১০ উইকেট শিকারির নাম দেওয়া হলো:
ক্রিকেটার দেশ ম্যাচ উইকেট
শহিদ আফ্রিদি পাকিস্তান ৮৬ ৮৬
সাঈদ আজমল পাকিস্তান ৬৪ ৮৫
উমর গুল পাকিস্তান ৮৫ ৮৩
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা ৬১ ৭৪
অজন্তা মেন্ডিস শ্রীলংকা ৩৯ ৬৬
স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ড ৫৬ ৬৫
ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকা ৩৮ ৫৫
এন.ম্যাককালাম নিউজিল্যান্ড ৬১ ৫৫
গ্রায়েম সোয়ান ইংল্যান্ড ৩৯ ৫১
এন.কুলাসেকারা শ্রীলঙ্কা ৪৩ ৪৬
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৫
এমএমএস