ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এখনও দর্শকখরা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
এখনও দর্শকখরা! ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লিগ পর্বের শেষ ধাপে বিপিএল। শেষ চারে ওঠার আসল লড়াইটা এখনই।

দ্বিতীয় ধাপে ঢাকায় খেলা শুরুর প্রথম দিন (০৬ ডিসেম্বর, রোববার)  প্রচুর দর্শক দেখা গেলেও একদিন পরই ফাঁকা মিরপুরের গ্যালারি!

কুমিল্লা-বরিশাল ম্যাচের বিজয়ী দল আজই নিশ্চিত করবে শেষ চার। গেইল-মাশরাফিদের এমন লড়াইটাও টানতে পারছে না দর্শককে। গেইল ঝড় দেখতে কিছু সংখ্যাক দর্শক মাঠে এলেও নিরাশই হতে হয়েছে। মাত্র ৮ রান করে সাজঘরে ফিরেছেন শোয়েব মালিকের বলে এলবিডব্লুউ হয়ে।

স্টেডিয়ামে দর্শক কমে যাওয়ার কারণ স্পষ্ট। বিপিএলে রানখরা। গতকাল দুটি ম্যাচেই রান ওঠেনি। সিলেট সুপারস্টারসের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল বরিশাল। রাতের ম্যাচেও খুব একটা রান হয়নি। রংপুরের বিপক্ষে ঢাকা ঢায়নামাইটস করে ১৩৫ রান। মাঠে দর্শক কম থাকায় জমজমাট আসরটিও যেন ‘প্রাণ’ ফিরে পাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০৭ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।