ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরুর দিকটা খুব কঠিন ছিল: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
শুরুর দিকটা খুব কঠিন ছিল: মাশরাফি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল যাত্রা। দলে ছিলেন না বড় কোনো সুপারস্টার।

তবে দলে শক্তির জায়গা বলতে ছিলো কেবল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বগুন। যে গুনে সাদামাটা দলটিই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।

আট ম্যাচের ৬ টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে শেষ চারে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাঠের পারফরম্যান্স বিবেচনায় শিরোপার দাবিদারও এবার তারা। অথচ বিপিএল যাত্রা বেশ কঠিন ছিল মাশরাফির দলের জন্য। দল ব্যালেন্স করতে গিয়েও বিপাকে পড়তে হয়েছে মাশরাফির, ‘প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে হোটেলে টিম বানাতে বসে এমন একটা অবস্থা- ৫টা বোলার নিতে গেলে ৬টা ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। আবার একটা ব্যাটসম্যান বাড়াতে গেলে অপশনাল একটা বোলারকে নিয়ে ৪টা জেনুইন বোলার খেলাতে হচ্ছে। সে সময়টা খুব কঠিন ছিল। চিন্তা করেছি যে টিম পেয়েছি এটা নিয়েই খেলতে হবে, সামনে আগাতে হবে। ’
 
এরপর বিদেশি ক্রিকেটার হিসেবে দলে জায়গা পান আসহার জাইদি। ব্যাট-বলে ধারাবাহিক পারফর‌ম্যান্সে দলও ব্যালেন্স হতে থাকে। শেষ চার নিশ্চিতের পর জাইদিকে নিয়ে মাশরাফি বললেন,  টি-টোয়েন্টিতে তাকে আমরা আগে দেখি নাই। সে অবিশ্বাস্য পারফর্ম করছে। এখন টিমটা ব্যালেন্স হয়েছে। এখন আমরা খুব ভালো খেলছি।

শেষ দুই ম্যাচে দলের লক্ষ্য নিয়ে মাশরাফি বলেন, আমাদের লক্ষ্য এক-দুইয়ের মধ্যে থাকা। এ ধরনের টুর্নামেন্টে শীর্ষে থাকলে অ্যাডভানটেজ থাকে। আর একটা ম্যাচ জিতলে সেটিও মোটামুটি কনফার্ম হয়ে যাবে। তাই আমরা সে দিকেই তাকিয়ে আছি। এ জন্য টিম ইউনিট, টিম ব্যালান্স গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০৭ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।