ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

৫৯ রানেই অলআউট সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
৫৯ রানেই অলআউট সিলেট ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শহীদ আফ্রিদির নেতৃত্বে একদিনের মাথায় ঠিক উল্টোচিত্র দেখল সিলেট সুপার স্টারস। গতকালই  (রোববার) বরিশাল বুলসকে মাত্র ৫৮ রানে অলআউট করে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় আফ্রিদি-মুশফিকরা।

অথচ রংপুর রাইডার্সের বিপক্ষে সোমবারের (০৭ ডিসেম্বর) ম্যাচেই কিনা ৫৯ রানে গুটিয়ে গেল সিলেট!

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সাকিব-আরাফাত সানির স্পিন ঘূর্ণিতে ৮.১ ওভার বাকি থাকতেই সিলেটের ইনিংস থেমে যায়। সর্বোচ্চ ২০ রান আসে টেল-এন্ডার সোহেল তানভীরের ব্যাট থেকে। এছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি।

প্রথম ওভারেই দিলশান মুনায়েরাকে (০) ক্লিন বোল্ড করে সিলেটের ইনিংসে প্রথম আঘাত হানেন আরাফাত সানি। ব্যক্তিগত চার রানে সাকিব আল হাসানের বলে মোহাম্মদ মিথুনের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন আফ্রিদি। মুশফিকুর রহিম মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন।

রংপুরের হয়ে আরাফাত সানি একাই চারটি উইকেট দখল করেন। দু’টি উইকেট লাভ করেন দলপতি সাকিব। ২.৫ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবী তিনটি ও শ্রীলঙ্কান পেসার থিসারা পেরারা এক ওভারে চার রানের বিনিময়ে একটি উইকেট নেন।

পয়েন্ট টেবিলে সাত ম্যাচ শেষে দুই জয় ও পাঁচ পরাজয়ে চার পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে সিলেট। এক ম্যাচ বেশি খেলা রংপুর ১০ পয়েন্টে দুইয়ে অবস্থান করছে। শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ১২ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।