ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির কাছে মিরপুরের উইকেট ‘আনপ্রেডিক্টেবল’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
মাশরাফির কাছে মিরপুরের উইকেট ‘আনপ্রেডিক্টেবল’ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: টি-টোয়েন্টিকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা। কিন্তু বিপিএলে হয়ে গেল বোলারদের।

অবশ্য এটা উইকেটের কল্যাণে। উইকেটের রুঢ় আচরণে ব্যাটসম্যানদের জন্য উইকেট এখন যেন মৃত্যুকূপ!

টুর্নামেন্টের মাঝপথে আসা ক্রিস গেইলের মতো ‘ক্যারিবিয়ান দানবকেও’ সাজঘরে ফিরতে হচ্ছে তেমন কিছু না করেই। উইকেট সম্পর্কে ধারণা করতে না পারায় মিরপুরের উইকেটকে আনপ্রেডিক্টেবল বললেন মাশরাফি।

বরিশাল বুলসকে হারিয়ে সংবাদ সম্মেলনে উইকেট সম্পর্কে মাশরাফি বলেন, ‘আসলে জোর করে রান করা কঠিন। উইকেট সম্পর্কে কোনো ধারণাই নেই। এরকম উইকেটে যারা সব সময় ভালো চেস করে তারা সব সময় আগে ব্যাটিং করতে  চাইবে। অন্য দলের উপর ভালো স্কোর করে চাপ তৈরী করতে। কিন্তু দেখা যাচ্ছে,  এরকম উইকেটে সবাই টসে জিতে আগে ফিল্ডিং করছে। তার মানে এটার সম্পর্কে  কোনো ধারণা নেই। ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। ’
 
বরিশাল বুলসের ক্যারিবিয়ান ক্রিকেটার রায়াদ এমরিতও কথা বললেন ‍উইকেট নিয়ে, ‘টি-টোয়েন্টির জন্য এটি উপযুক্ত উইকেট নয়। ব্যাট করা খুবই কঠিন। টি-টোয়েন্টিতে ভালো উইকেট সবাই প্রত্যাশা করে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসকে/আরএম

** শুরুর দিকটা খুব কঠিন ছিল: মাশরাফি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।