ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচে সাকিবদের সংগ্রহ ১৫৩

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
শেষ ম্যাচে সাকিবদের সংগ্রহ ১৫৩ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কোরবোর্ডে ছয় উইকেটে ১৫৩ রান তুলেছে রংপুর রাইডার্স। দুই ম্যাচ হাতে রেখে শেষ চার নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স সপ্তম জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে।



মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৬তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জহুরুল ইসলামের অপরাজিত অর্ধশতকে ভর করে ১৫৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রংপুর।

ইনিংসের দ্বিতীয় ওভারেই রংপুরের প্রথম উইকেটের পতন ঘটে। পেসার আবু হায়দার রনির বলে শুভাগত হোমের তালুবন্দি হন সৌম্য সরকার (৫)। সপ্তম ওভারের মাথায় আষাঢ় জাইদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লেন্ডল সিমন্স (১৩)।

দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে ৩৯ রান যোগ করেন অধিনায়ক সাকিব আল হাসান ও জহুরুল ইসলাম। ব্যক্তিগত ২০ রানে কামরুল ইসলাম রাব্বির বলে জাইদির ক্যাচে পরিণত হন সাকিব। তবে এক প্রান্ত আগলে রাখেন জহুরুল।

বিপিএলের চলতি আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন জহুরুল। ৪৩ বল মোকাবেলায় সাতটি চার ও এক ছক্কায় তিনি অর্ধশতক পূরণ করেন। পঞ্চাশ বলে ৬২ রানে অপরাজিত থাকেন ২৮ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। শেষদিকে, ড্যারেন স্যামি ২০ বলে ২৪ ও মোহাম্মদ নবী ৭ বলে ১২ রান করে আউট হন।

কুমিল্লার হয়ে রনি দু’টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন শোয়েব মালিক, জাইদি, আন্দ্রে রাসেল ও রাব্বি।

পয়েন্ট টেবিলে আট ম্যাচ শেষে ছয় জয় ও দুই পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লা। সমান পয়েন্টে রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে এক ম্যাচ বেশি খেলা রংপুর। দু’দলের অবস্থানে রদবদল হবে কিনা তা ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।