ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ!

ঢাকা: ক্রিকেটের প্রতি যুক্তরাষ্ট্রবাসীর কতটা আগ্রহ তা ইতোমধ্যেই আঁচ করা গেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ৯০ হাজার বিদেশী দর্শকদের মধ্যে প্রায় এক চতুর্থাংশই আসেন আমেরিকা থেকে।

আর গত মাসেই যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের ক্রিকেট ‍অল স্টারস সিরিজের ম্যাচ উপভোগ করেন অন্তত ৮০ হাজার দর্শক।

তাই এবার যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক ভক্ত-সমর্থকের কথা মাথায় রেখে আমেরিকায় আগামী ১০ বছরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার হেড অব গ্লোবাল ডেভেলপমেন্ট টিম অ্যান্ডারসনের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম ‘নিউজ কর্প’।

নিউজ কর্প’কে দেওয়া সাক্ষাৎকারে টিম অ্যান্ডারসন বলেন, ‘যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ আয়োজনের ধারণাটা মন্দ নয়। সেখানে অন্যান্য খেলাও বেশ জনপ্রিয়। শুধুমাত্র ফুটবলই নয়, আমেরিকায় রাগবি অন্যতম প্রধান ইভেন্ট। তাই ক্রিকেটের ব্যাপারটি আমাদের ‍মাথায় থাকবে। তাছাড়া, ওয়ানডে ম্যাচের জন্য ফ্লোরিডায় স্বীকৃত স্টেডিয়াম রয়েছে। সেক্ষেত্রে, আমেরিকায় পরবর্তী ১২ থেকে ১৮ মাসের মধ্যে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশের খেলার সম্ভাবনা রয়েছে। ’

আইসিসির হেড অব গ্লোবাল ডেভেলপমেন্ট আরও উল্লেখ করেন, ‘সবকিছু সঠিকভাবে এগোলে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখার ব্যাপারে আমরা আশাবাদী। সেটা আগামী ১০ বছরের মধ্যেই হতে পারে। আমি মনে করি, ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলে ধরতে ও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এটি চমৎকার ভূমিকা রাখবে। ’

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।